ভারতে অবৈধ বাংলাদেশি থাকলে ফেরত নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০১৯ ০৮:২৬
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৪৯

প্রভাত ফেরী: ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিতর্কের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, সে দেশে কোনো অবৈধ বাংলাদেশি থাকলে তাদের ফেরত আনা হবে।
জোর করে কাউকে বাংলাদেশে ফেরত পাঠাবে না বলে নয়া দিল্লির কাছে আশ্বাস পেয়েছেন বলেও জানান তিনি। মঙ্গলবার সিলেটে বিজিবির অভিযানে জব্দ মাদকদ্রব্য ধ্বংসের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে ভারতের নাগরিকপঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, এনআরসি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। এ নিয়ে উদ্বেগের কিছু নেই। ভারতে কোনো অবৈধ বাংলাদেশি থাকলে যথাযথ প্রক্রিয়ায় তাদের বাংলাদেশে ফেরত আনা হবে।
তবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে থাকা কাউকেই বাংলাদেশে পুশইন করা হবে না বলে ইতোমধ্যে ভারত আমাদের আশ্বস্ত করেছে। এসময় নগরীর আখালিয়ায় জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) বাস্কেটবল গ্রাউন্ডে প্রায় ১৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
আপনার মূল্যবান মতামত দিন: