শপথ নিলেন জো বাইডেন; মুসলিমদের নিষেধাজ্ঞা বাতিল


প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২১ ১৮:০৬

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৪৪

 

প্রভাত ফেরী: মার্কন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। সুপ্রিম কোর্টের বিচারপতি জন রবার্ট তাকে শপথ-বাক্য পাঠ করিয়েছেন।

শপথ নেওয়ার পর তিনি তার দেওয়া ভাষণে বলেছেন, “এই দিনটি গণতন্ত্রের। এই দিনটি আমেরিকার। এই দিনটি ইতিহাস ও আশার দিন।”

তিনি বলেন, “বিভিন্ন সময়ে আমেরিকাকে পরীক্ষা দিতে হয়েছে, তার দেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে। আজকে আমরা গণতন্ত্রের বিজয় উদযাপন করছি।”

এই শপথ অনুষ্ঠানে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন না। যুক্তরাষ্ট্রের দেড়শো বছরের ইতিহাসে এই প্রথম কোন বিদায়ী প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

জো বাইডেন বলেন, “আমরা শিখেছি যে গণতন্ত্র অত্যন্ত মূল্যবান।”

তিনি বলেন, যেখানে দাঁড়িয়ে তিনি ভাষণ দিচ্ছেন সেখানে কয়েকদিন আগে সহিংসতা ঘটে গেছে যা ক্যাপিটল হিলের ভিত্তি নাড়িয়ে দিয়েছে। এখন তিনি সবাইকে একত্রিত হওয়ার আহবান জানাচ্ছেন। তথ্য সূত্র-বিবিসি

জো বাইডেন শপথ নেয়ার পরে ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের বিপরীতে গিয়ে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছেন।-খবর বিজনেস স্ট্যান্ডার্ড

বেশ কয়েকটি মুসলিম ও আফ্রিকান দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দায়িত্বগ্রহণের কয়েক ঘণ্টা পরেই সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিলেন বাইডেন।

বুধবার অন্তত ১৭টি নির্বাহী আদেশে সই করেছেন এই ডেমোক্র্যাটদলীয় প্রেসিডেন্ট। যার মধ্যে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ নিষেধাজ্ঞার বিষয়টিও রয়েছে।

নিষেধাজ্ঞার কারণে যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ বাধাগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতি পুষিয়ে নেয়ার উপায় বের করতেও বলেছেন বাইডেন।

২০১৭ সালে দায়িত্বগ্রহণের প্রথম সপ্তাহে প্রাথমিকভাবে সাতটি দেশ থেকে মুসলমানদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা দেন ট্রাম্প। দেশগুলো হলো: ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন।

ট্রাম্পের এই পদক্ষেপ তখন ব্যাপক আইনি বাধার মুখে পড়ে। কিন্তু ২০১৮ সালে চূড়ান্ত পদক্ষেপে সায় দেয় সুপ্রিম কোর্ট। 

শেষ পর্যন্ত ১২টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। দেশগুলো হলো: ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া, নাইজেরিয়া, মিয়ানমার, ইরিত্রিয়া, কিরগিজস্তান, সুদান, তানজানিয়া ও উত্তর কোরিয়া।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top