তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান খুবই গুরুত্বপূর্ণ : চীন
প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২১ ২১:৪৭
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৫:০৩

প্রভাত ফেরী: চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী উ জিয়াংহাও বলেছেন যে আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে চীনা দূতাবাস খোলা রাখার বিষয়টিও নিশ্চিত করেছেন। এছাড়া যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে মানবিক সাহায্য বৃদ্ধি করা হবে বলেও জানিয়েছেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার কাতারের গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
কাতারের রাজধানী দোহায় তালেবান কর্তৃপক্ষের রাজনৈতিক অফিসের কর্মকর্তা আব্দুল সালাম হানাফির সাথে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী উ জিয়াংহাওর ফোনালাপ হয়েছে। তালেবান কর্তৃপক্ষের মুখপাত্র সুহেল শাহিন তার টুইটার অ্যাকাউন্টে এ সংবাদ প্রকাশ করেছেন।
ওই ফোনালাপে তালেবান কর্তৃপক্ষকে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী উ জিয়াংহাও বলেছেন, তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের কাবুলে চীনা দূতাবাস খোলা রাখা হবে। আগের চেয়ে বর্তমান সম্পর্ক আরো ঘনিষ্ঠ করা হবে। এছাড়া যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে মানবিক সাহায্য বৃদ্ধি করা হবে।
তিনি আরো বলেছেন যে আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
চীনা কর্তৃপক্ষ তাদের এক বিবৃতিতে নিশ্চয়তা দিয়েছে যে আফগানিস্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা হবে। এছাড়া চীন আশা করে যে আফগানরা ভালোভাবেই তাদের দেশ পুনর্গঠন করতে পারবে। তথ্যসূত্র : আল-জাজিরা।
বিষয়: আফগানিস্তান
আপনার মূল্যবান মতামত দিন: