আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া কর্মকর্তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ
প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২১ ২২:১২
আপডেট:
১০ সেপ্টেম্বর ২০২১ ২২:৩২

প্রভাত ফেরী: আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এর তথ্যে জানায়, আফগানিস্তান ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক সরকারের বেশ কয়েকজন কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে তালেবান সরকার।
তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য আনামুল্লাহ সামানগানি বলেন, সাবেক সরকারের হয়ে কাজ করা বেশ কয়েকজন কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন তারা। তিনি কাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু বলেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে আফগানিস্তান সেন্ট্রাল ব্যাংক অভ্যন্তরীণ ব্যাংকে থাকা কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, গভর্নর, ডেপুটি গভর্নর, পার্লামেন্টের সদস্য, প্রাদেশিক কাউন্সিলের সদস্য, মেয়র এবং ভিআইপিদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করে।
তবে এ বিষয়ে আফগানিস্তান সেন্ট্রাল ব্যাংকের কর্মকর্তারা গণমাধ্যমকে কিছু জানাননি।
উল্লেখ্য, দীর্ঘ ২০ বছর পর ফের আফগানিস্তানের ক্ষমতায় তালেবান। যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে প্রায় পুরো দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর সরকার গঠন করেছে গোষ্ঠীটি।
বিষয়: আফগানিস্তান তালেবান
আপনার মূল্যবান মতামত দিন: