ওমরাহ পালনে সৌদির নতুন বয়স নির্ধারণ
প্রকাশিত:
২১ নভেম্বর ২০২১ ১৮:৩৫
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:২১

প্রভাত ফেরী: পবিত্র ওমরাহ পালনে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ১৮ থেকে ৫০ বছর বয়সী বিদেশি নাগরিকরা ওমরাহ পালন করতে পারবেন।
বিদেশি নাগরিকদের জন্য নতুন বয়সসীমা নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব।
গালফ নিউজের খবরে বলা হয়, সৌদি সরকার কর্তৃক স্বীকৃত কোভিডের দুই ডোজ টিকা নিয়েই দেশটিতে প্রবেশ করতে পারবেন বিদেশিরা। টিকা নেওয়ার সনদপত্রও থাকতে হবে। এসব তথ্য প্রমাণ জমা দিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেক্ট্রিক এন্ট্রি ভিসা নিতে হবে বিদেশিদের।
সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি ইতমারনা ও তাওয়াক্কালনা নামের দুটি স্বাস্থ্য বিষয়ক অ্যাপের মাধ্যমে ওমরাহ করতে আসা বিদেশিদের মক্কার গ্র্যান্ড মসজিদে নানান আনুষ্ঠানিকতা পালন ও মদিনার মসজিদে নববীতে নামাজ পড়ার সুবিধা চালু করেছে।
যারা পারমিট ইস্যু করতে ইচ্ছুক তারা তাওয়াক্কালনা অ্যাপে গিয়ে হজ ও ওমরাহ সার্ভিসে ‘ইস্যু পারমিটস’ অপশনে ক্লিক করে পারমিটের ধরন ও তারিখ নির্বাচন করতে পারবেন।
পারমিটের ধরন নির্বাচন করার পর আবেদনকারী কোথায় অবস্থান করতে ইচ্ছুক এবং কোথা থেকে তিনি এসেছেন সেসব তথ্য অ্যাপে দিতে হবে।
অ্যাপের ‘ইস্যু দ্য পারমিট’ অপশনে ক্লিক করার পর পারমিট দেওয়া ও পর্যালোচনা করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: