সিডনী বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


লোহিত সাগরে হুথিদের দুটি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র


প্রকাশিত:
১৫ আগস্ট ২০২৪ ১১:৪৪

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৭:২৮

 

লোহিত সাগরে হুথি যোদ্ধাদের ঠেকাতে গোটা বিশ্ব কোমর বেঁধে নামলেও হামলা আটকানো যাচ্ছে না। এমন পরিস্থিতির মাঝেই এবার হুথিদের জবাব দিল আমেরিকা। এডেন উপসাগরে দুটি হুথি জাহাজ ধ্বংস করল মার্কিন সেনা। সম্প্রতি এই অঞ্চলে ২টি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটে। তার পরই পালটা হামলা চালাল মার্কিন সেনা। গত ১৩ আগস্ট লোহিত সাগরে ইয়েমেনের উপকূলে দুটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কার জাহাজে হামলা হয়। ইয়েমেনের দাবি অনুযায়ী, সেই হামলায় জাহাজগুলির কোনও ক্ষতি হয়নি। যে দুই জাহাজে হামলা চলে সেগুলি, লাইবেরিয়ার ডেল্টা আটলান্টিকা এবং পানামার অন ফিনিক্স। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এবং ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম এমব্রের দাবি, জাহাজের কাছে ব্যাপক বিস্ফোরণ হয়। যদিও জাহাজ ও ক্রু নিরাপদে রয়েছে। ঘটনায় স্বাভাবিকভাবেই হুথিদের দিকে অভিযোগের আঙুল উঠলেও, এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসী সংগঠন এ বিষয়ে মুখ খোলেনি। এরই মাঝে মঙ্গলবার মার্কিন সেনার তরফে দাবি করা হয়, তাদের হামলায় দুটি হুথি জাহাজ ধ্বংস হয়ে গিয়েছে।
উল্লেখ্য, ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধের মাঝে ফিলিস্তিনের পক্ষ নিয়ে লোহিত সাগরে আন্তর্জাতিক সমুদ্রপথে ইসরাইল ও তাদের মদতদাতা যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা শুরু করে ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন হুথি। গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে হামলা তীব্র করেছে হুথিরা। গত ১২ জুন হুথিদের মিসাইল হানায় লোহিত সাগরে ডুবে যায় একটি গ্রিক জাহাজ। ইয়েমেনের সশস্ত্র সংগঠনটির এই দৌরাত্ম্যের কড়া নিন্দা জানায় বিশ্ব। যদিও তাতে বিন্দুমাত্র থামেনি হুথি গোষ্ঠী। একের পর এক হামলার জেরে বাণিজ্যিক জাহাজগুলি তাদের গতিপথ পরিবর্তন করে অন্য পথে যাতায়াত শুরু করে। এই অবস্থায় কোয়াড গোষ্ঠী একজোট হয়ে ওই অঞ্চলের সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নেয়। আমেরিকা-সহ একাধিক দেশ লোহিত সাগরে পাঠায় তাদের যুদ্ধ জাহাজ।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top