পশ্চিমবঙ্গে মুকেশ আম্বানির 50 হাজার কোটি রুপি বিনিয়োগের ঘোষণা


প্রকাশিত:
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৬

আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:৩২

সংগৃহীত

ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতিরা পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণ বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন। সেই সঙ্গে বিদেশি বিভিন্ন বড় কোম্পানিও রাজ্যটিতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। সব মিলিয়ে ৪ লাখ ৪০ হাজার ৫৯৫ কোটি রুপির বিনিয়োগ প্রস্তাব দেওয়া হয়েছে, যা বাংলাদেশের ৬ লাখ কোটি টাকার মতো। এ ব্যাপারে দুই দিনে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে ২১২টি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বৃহস্পতিবার বিকেলে কলকাতায় অষ্টম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান। গতকাল বুধবার কলকাতার উপশহর রাজারহাটের নিউটাউনের বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টার হলে দুই দিনের এই সম্মেলন শুরু হয়।

এবারের সম্মেলন বিশ্বের নবম শীর্ষ এবং ভারত ও এশিয়ার শীর্ষ বিলিয়নিয়ার বা শতকোটিপতি ব্যবসায়ী মুকেশ আম্বানি ৫০ হাজার কোটি রুপির বিনিয়োগ প্রস্তাব দেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ হাজার কোটি টাকা। ভারতের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী রিলায়েন্স গ্রুপের কর্ণধার জানান, তাঁরা এই রাজ্যে ডেটা সেন্টার, খুচরা ব্যবসা, কেব্‌ল ল্যান্ডিং স্টেশন ও সৌরবিদ্যুৎ প্রকল্পে নতুন করে ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চান।

শিল্পপ্রতিষ্ঠান জেএসডব্লিউ বিদ্যুৎ খাত ও দুর্গাপুর বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে ১৬ হাজার কোটি রুপি বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। ভারতের প্রথম সারির আরেক শিল্পপ্রতিষ্ঠান অম্বুজা নেওটিয়া গোষ্ঠী এই রাজ্যের হেলথ কেয়ার, হসপিটালিটি, পর্যটন ও রিয়েল স্টেট প্রকল্পে ১৫ হাজার কোটি রুপির বিনিয়োগের প্রস্তাব রেখেছে। আরপি-এসজি এনার্জি স্বাস্থ্য ও শিক্ষা খাতে ১০ হাজার কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা তুলে ধরেছে। এ ছাড়া মাঝারি আকারের বেশ কয়েকটি শিল্পগোষ্ঠীও পশ্চিমবঙ্গের বিভিন্ন খাতে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ীদের মধ্যে রিলায়েন্স শিল্পগোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি ছাড়াও আইটিসি শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান সঞ্জীব পুরী, শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া, জেএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দাল, শিল্পপতি হর্ষবর্ধন আগরওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন উপস্থিত ছিলেন। সম্মেলনে ২৫ জন বিদেশি রাষ্ট্রদূতসহ ৪০টি দেশের দুই শতাধিক ব্যবসায়ী প্রতিনিধি যোগ দিয়েছেন।

সম্মেলনে দেশি-বিদেশি ব্যবসায়ী-উদ্যোক্তারা কলকাতা-ইউরোপ বিমান চলাচল চালু করার দাবি জানান। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতা-ইউরোপে সরাসরি বিমান পরিষেবা আবার চালু করার বিষয়ে তিনি টাটা সন্স তথা এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের সঙ্গে কথা বলেছেন। তাতে সায় দিয়ে এন চন্দ্রশেখরন জানিয়েছেন, তিনি সময় পেলে শিগগিরই কলকাতায় এসে এ নিয়ে কথা বলবেন। আগে কলকাতার সঙ্গে ব্রিটিশ এয়ারওয়েজের বিমান পরিষেবা চালু থাকলেও একসময় তা বন্ধ হয়ে যায়।

মমতা বন্দোপাধ্যায় আরও জানান, তিনি সম্মেলনে যোগ দেওয়া যুক্তরাজ্যের প্রতিনিধিদলকেও আবার কলকাতায় ব্রিটিশ এয়ারওয়েজের উড্ডয়ন চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জার্মান প্রতিনিধিদলকেও একই ধরনের অনুরোধ করেছেন, যাতে তারা সে দেশের বিমান সংস্থা লুফথানসার ফ্লাইট চালুর উদ্যোগ নেয়।

এদিকে জেএসডব্লিউ গোষ্ঠীর চেয়ারম্যান সজ্জন জিন্দাল বলেছেন, পশ্চিমবঙ্গের দুর্গাপুর বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পে তাঁর কোম্পানি ১৬ হাজার কোটি রুপি বিনিয়োগ করতে আগ্রহী।

অন্যদিকে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন বলেছেন, ঝাড়খন্ড দেশের উন্নয়নে শরিক হতে চায়। তিনি ভারতের শিল্পপতিদের ঝাড়খন্ডের শিল্প খাতে বিনিয়োগের আহ্বান জানান। একই অনুরোধ করেছেন ভুটানের মন্ত্রী ইয়োন টেন ফুনসো। তিনি জানান, তাঁর দেশ পর্যটন, যোগাযোগ ও কৃষিক্ষেত্রে পশ্চিম বাংলার সঙ্গে একসঙ্গে কাজ করতে আগ্রহী।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top