কোচসহ ৬ বন্ধুর অপেক্ষায় উদ্ধার হওয়া ৬ কিশোর


প্রকাশিত:
৮ জুলাই ২০১৮ ১৫:০৪

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ২০:১২

কোচসহ ৬ বন্ধুর অপেক্ষায় উদ্ধার হওয়া ৬ কিশোর

দুই সপ্তাহের বেশি সময় ধরে উত্তর থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশে গুহায় আটকা পড়া কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার করতে চলছে অভিযান।



 



চলমান অভিযানের শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ জনকে উদ্ধার করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে ৬ জনকে উদ্ধারের তথ্য জানানো হয়েছে।



এর আগে তিন কিশোরকে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়। তাদেরকে অভিযানস্থলে স্থাপিত অস্থায়ী মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের হেলিকপ্টারযোগে মং জেলার চিয়াংরাই প্রাচ্যানুকরোহ হাসপাতালে নেয়া হয়েছে।



১৩ জন বিদেশি ডুবুরি ও থাইল্যান্ডের নৌবাহিনীর অভিজাত শাখার পাঁচ সদস্য মিলে উদ্ধার অভিযান শুরু করে। রবিবার স্থানীয় সময় সকাল ১০টায় এই অভিযান শুরু হয়।



উদ্ধার মিশনের যৌথ কমান্ড সেন্টারের প্রধান ন্যারংস্যাক ওসোত্তানাকর্ন এক বিবৃতিতে জানান, সকাল ১০টায় গুহায় প্রবেশ করেছেন থাই নেভি সিলের পাঁচ সদস্যসহ বিদেশি ১৩ ডুবুরি। তাদের মধ্যে ১০ জন চেম্বার-৯ ও মাঝ রাস্তায় ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত চেম্বার-৬ এর উদ্দেশে যাত্রা শুরু করেছেন। স্থানীয় সময় দুপুর ২টায় অন্য তিন ডুবুরি অভিযানে যোগ দিয়েছেন।



এর আগে কীভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে, তা নিয়ে ব্যাপক আগ্রহ ও কৌতুহলের প্রেক্ষাপটে সরকার প্রথমবারের মতো এই পরিকল্পনা প্রকাশ করে। একটি গ্রাফিক্সের মাধ্যমে পুরো উদ্ধার পরিকল্পনার কথা প্রকাশ করে সরকার।



পরিকল্পনা অনুযায়ী, উদ্ধারে যন্ত্রপাতির মধ্যে এয়ার ট্যাংক ও ফুল ফেস মাস্ক লাগবে। প্রতি কিশোরকে সঙ্গ দেবে দুজন করে ডাইভার। তারা তিনজন একসঙ্গে ডাইভ দেবে। এর আগে ডাইভাররা দড়ি দিয়ে যে পথনির্দেশিকা স্থাপন করেছিলেন, সেটি ধরেই অগ্রসর হবেন ডাইভাররা।



যখন সংকীর্ণ পথ সামনে আসবে, তখন ডাইভাররা তাদের পেছনের এয়ার ট্যাংক খুলে হাতে নেবেন এবং ছেলেটি ও ট্যাংকটিকে আস্তে করে ওই চিকন পথ দিয়ে পার করাবেন। এভাবে তারা চেম্বার ৩ পর্যন্ত যাবেন। চেম্বার ৩ থেকে ছেলেদের অন্য একটি দলের কাছে হস্তান্তর করা হবে। তারা সেখান থেকে হেঁটে বের হবে।



থাই সরকারের ভাষ্য, ছেলেরা খুব দ্রুত সবকিছু আয়ত্ত করতে পেরেছে। এটি খুবই আশার কথা। সরকার সতর্ক করে দিয়ে বলেছে, এই উদ্ধার অভিযান হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ছেলেরা আতঙ্কিত হয়ে পড়তে পারে।



অন্যদিকে, দীর্ঘ প্রায় ৪ কিলোমিটার সংকীর্ণ ও উঁচু-নিচু জলমগ্ন পথ পাড়ি দিয়ে এই কিশোররা শেষ পর্যন্ত বের হয়ে আসতে পারবে কি-না সেটি নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন আন্তর্জাতিক গুহা বিশেষজ্ঞরা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top