রেমিয়ানস অস্ট্রেলিয়া ইফতার মাহফিল ২০২৫
প্রকাশিত:
১৯ মার্চ ২০২৫ ১২:৩৩
আপডেট:
২০ মার্চ ২০২৫ ০৪:০৯

সিডনি, ১৫ মার্চ ২০২৫
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রাক্তন ছাত্রদের সংগঠন রেমিয়ানস অস্ট্রেলিয়া সিডনির রিভিসবির এনডিয়াভর হল-এ এক সুন্দর ও হৃদয়গ্রাহী ইফতার মাহফিলের আয়োজন করে। হলভর্তি আমন্ত্রিত অতিথি ও সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক মিলনমেলায়।
এই মাহফিল শুধু ইফতার আয়োজনে সীমাবদ্ধ ছিল না; বরং রমজানের শিক্ষামূলক গুরুত্ব তুলে ধরতে ছিল বিশেষ ধর্মীয় আলোচনা ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। প্রধান আলোচক হাফিজ-মাওলানা-মুফতি মুদ্দাসসির মাহমুদ পবিত্র রমজানের তাৎপর্য, ইসলামের নৈতিক শিক্ষা এবং আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে একটি মূল্যবান আলোচনা উপস্থাপন করেন।
এ বছর শিশুদের জন্য কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা আয়োজন করা হয়, যেখানে নবীন রেমিয়ানদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। শিশুদের সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত অতিথিদের মুগ্ধ করে এবং সবার মধ্যে এক অনন্য ধর্মীয় আবহ সৃষ্টি করে।
রেমিয়ানস অস্ট্রেলিয়ার সম্মানিত সভাপতি ডঃ মোহাম্মদ শাহরিয়ার বলেন,
"রেমিয়ানস অস্ট্রেলিয়া শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের দ্বিতীয় পরিবার। এই ধরনের আয়োজন প্রবাসে আমাদের ঐক্য আরও দৃঢ় করে এবং পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতা বাড়ায়। ভবিষ্যতে আমরা আরও বেশি সামাজিক ও ধর্মীয় আয়োজনের মাধ্যমে আমাদের এই বন্ধনকে আরও শক্তিশালী করবো, ইনশাআল্লাহ।"
অনুষ্ঠানের শেষ পর্যায়ে রেমিয়ানস আদনান মেহেদী খানের সুমধুর কণ্ঠে আজান ধ্বনিত হলে সবাই একসাথে ইফতার করেন। অতিথিরা আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আরও উদ্যোগের প্রত্যাশা ব্যক্ত করেন।
এমন আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেছেন রেমিয়ানস অস্ট্রেলিয়ার নির্বাহী কমিটির সদস্যরা এবং স্বেচ্ছাসেবক দল। রেমিয়ানস পরিবার সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং ভবিষ্যতে আরও সুন্দর মুহূর্তগুলো একসাথে কাটানোর প্রত্যাশা করছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: