ডমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনীর করুণ মৃত্যু
 প্রকাশিত: 
 ১৬ অক্টোবর ২০২০ ২৩:১১
 আপডেট:
 ১৬ অক্টোবর ২০২০ ২৩:১২
বাংলাদেশী বংশোদ্ভূত সাবাহ হাফিজ তাঁর নিজ বাস ভবনে রহস্যজনক ভাবে খুন হয়েছেন। ওয়েস্টার্ন সিডনির ওয়েন্টওয়ার্থভিল এ গতকাল বুধবার রাত ৩ টায় ২৩ বছর বয়সী এই নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি বিবাহিত ছিলেন এবং তাঁর স্বামীর নাম এডাম কিউরেটন।
বাসায় মারধোরের শব্দ পেয়ে প্রতিবেশিরা পুলিশে খবর দিলেও শেষ পর্যন্ত মেয়েটিকে বাচানো যায়নি। পুলিশ ও প্যারামেডিকরা এসে দেখতে পান যে, ২৩ বছর বয়সী সেই নারী তখন আর সাড়া দিতে পারছিলেন না।
ডিটেক্টিভ অ্যাক্টিং সুপারিন্টেন্ডেন্ট সাইমন গ্লাসার এবিসি-কে বলেন,
“আমরা মনে করি, তাকে আঘাত করা হয়েছিল। তবে আমরা নিশ্চিত নই যে, কোনো অস্ত্র ব্যবহার করা হয়েছিল কিনা।”
“এটি একটি মর্মান্তিক ঘটনা- আমরা এটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করছি এবং এই হত্যাকাণ্ড তদন্ত করার জন্য আমরা একটি স্ট্রাইক ফোর্স নিয়োজিত করেছি।”
১৪ অক্টোবর মৃত্যুর পর থেকে অপরাধীকে খুঁজতে থাকে নিরাপত্তা বিভাগ। অবশেষে তার সন্ধান পায় তারা। ২৪ বছরের স্বামী এডাম কিউরেটনকে মারুব্রা'র এক ইউনিটে লুকিয়ে থাকা তার এক আত্মীয়র বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আজ যে কোন সময়ে তাকে আদালতে হাজির করা হবে এবং সিডনীর আদালতে বিষয়টির শুনানি হবার কথা। পুলিশ এডাম কিউরেটনকে গ্রেপ্তারের সময়ে মারুব্রা'র সেই ইউনিট থেকে বেশকিছু পোশাক পরিচ্ছদ এবং একটি মোবাইল আটক করে।
পুলিশ জানিয়েছে, উক্ত ঘটনা সম্পর্কে যদি কারও কোনো কিছু জানা থাকে, তাহলে তাকে ক্রাইম স্টপার্স এর সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে: 1800 333 000 কিংবা https://nsw.crimestoppers.com.au.
সুত্রঃ এসবিএস বাংলা এবং চ্যানেল সেভেন।
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: