সিডনীতে অনুষ্ঠিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২০২০
 প্রকাশিত: 
 ১২ মার্চ ২০২০ ২৩:০০
 আপডেট:
 ১২ মার্চ ২০২০ ২৩:০১
                                প্রভাত ফেরী: ৭ই মার্চ ২০২০ উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো অস্ট্রেলিয়া প্রবাসী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের “নৌবিহার পুনর্মিলনী ২০২০”। অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য থেকে আগত বিশ্ববিদ্যালয়ের প্রবাসীরা এতে অংশগ্রহণ করেন। পুনর্মিলনীতে ২য় ব্যাচ থেকে ৪৩ ব্যাচ পর্যন্ত প্রায় ২৫০ এর অধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহন করে পুরো অনুষ্ঠানকে স্মৃতিমুখর করে তুলেছিলো। এবারের আয়োজনটি ছিলো একটু ভিন্ন প্রকৃতির। কারণ প্রতিবছর পার্ক বা কোন রেস্টুরেন্টে আয়োজন করা হলেও এবার প্রথমবারের মতো এটি আয়োজন করা হয় পানিতে। তিনতলার বিশাল এক নৌজাহাজে ভেসে পুরো পুনর্মিলনের অনুষ্ঠান শেষ হয়।
-2020-03-12-16-58-53.jpeg)
সিডনীর কেবারিটা পার্কে সকালের নাস্তা দিয়ে অনুষ্ঠানের শুরু করা হয়। “ভেগাবন্ড” নামের নৌযানটি বেলা বারোটায় কেবারিটা ফেরী ঘাটে ভিড়লে শুরু হয় নৌবিহার পুনর্মিলনী ২০২০ এর পথচলা। জাহাজে আরোহনের পর চা কফি ও কেক দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়। এরপরে সকল অংশগ্রহনকারী ও আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানের বিশেষ স্পন্সর নাসিম ভূইয়া ও জাহিদ কনককে মঞ্চে আহ্বান করে সম্মান সূচক পদক প্রদান করা হয়।
-2020-03-12-16-59-14.jpeg)
এবারের পুনর্মিলনীতে প্রথমবারের মত স্মরনিকা প্রকাশ করা হয়। এর মোড়ক উম্মোচন করেন যুগ্মভাবে ২য় ব্যাচের আনিসুজ্জামান এবং ঢাকা থেকে আগত ৭ম ব্যচের কায়কোবাদ হোসেন। এরপরই শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুপুরের খাবার। খাবারের পর ফটো সেশন ও র্যাফেল ড্র এবং সর্বশেষে সবার অংশগ্রহনে বাদ্যের তালে তালে উম্মুক্ত নাচ।
-2020-03-12-16-59-33.jpeg)
সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন ও অংশগ্রহনে ছিলেন ৮ম ব্যাচের শাহীন শাহনেওয়াজ, ১৬তম ব্যাাচের রাসেল ইকবাল, ২৫তম ব্যাচের রোজলীন তুলি, মিরোভা শারমিন, শরিফুল বাসেত চমন, নিয়াজ ইমতিয়াজ, উময়শংকর বড়ুয়া বনফুল, ২৯তম ব্যাচের শিপলু, ৩০তম ব্যাচের লামিয়া আহমেদ ও ৪০তম ব্যাচের জাওয়াদ।
-2020-03-12-17-00-02.jpeg)
এবারের আয়োজনে সার্বিক দায়িত্বে ছিলেন ৮ম ব্যাচের খালেদা কায়সার, ১৩তম ব্যচের মাহফুজুল হক চৌধুরী খসরু ও সাবিনা ইয়াসমিন বেবী, ২৫তম ব্যাচের রোজলীন তুলি ও রাশেদুল ইসলাম চমন, ১৫তম ব্যাচের সাইফ সিকান্দার রাফেল, ১৬তম ব্যাচের বিজয় ভৌমিক ও ২১তম ব্যাচের লিটন বাউল।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: