অস্ট্রেলিয়ায় বহুসাংস্কৃতিক নেতৃত্ব উদযাপন: ইন্টারন্যাশনাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫
প্রকাশিত:
৪ অক্টোবর ২০২৫ ১৬:৩৯
আপডেট:
৪ অক্টোবর ২০২৫ ১৯:০৭

ইন্টারন্যাশনাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫ আয়োজন করে আইকনিক ট্রেড অস্ট্রেলিয়া ও এশিয়ান বিজনেস অ্যাসোসিয়েশন অব উইন্ডহ্যাম (ABA Wyndham)গত ১৯ সেপ্টেম্বর হোটেল হলিডে ইন, ওয়্যারিবি। এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে ব্যবসায়িক নেতা, পেশাজীবী, কমিউনিটি কর্মী ও অতিথিরা একত্রিত হয়ে নেতৃত্ব, বৈচিত্র্য ও সাফল্যের এক চমৎকার উদযাপন করেন।
অনুষ্ঠানটি শুরু হয় মনোমুগ্ধকর শুরেলা লাইভ ভায়োলিন বাদ্যযন্ত্র পরিবেশনা দিয়ে। এরপর ABA Wyndham-এর পক্ষ থেকে উষ্ণ স্বাগত বক্তব্য রাখেন ওয়াল্টার ভিলাগঞ্জালো ওএএম, অনারারি প্রেসিডেন্ট, সাবেক উইন্ডহ্যাম কাউন্সিলর ও ডেপুটি মেয়র। আইকনিক ট্রেড ইন্ডাস্ট্রিয়ার পক্ষ থেকে বক্তব্য দেন নুরুল ইসলাম, এস আর লইয়ার্স এর চিফ লইয়ার, এবং আইকনিক টিমের সদস্য।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উইন্ডহ্যাম সিটির ডেপুটি মেয়র, কাউন্সিলর জশ গিলিগান, যিনি অনুষ্ঠানের তাৎপর্য ও নেতৃত্বের মূল্য তুলে ধরেন। এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর রবার্ট স্যাটকোভস্কি, কাউন্সিলর জ্যাসমিন হিল, কাউন্সিলর ল্যারি ঝাও, কাউন্সিলর এলিজা রহমান ।
অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে—বিজনেস এক্সিলেন্স, কমিউনিটি লিডারশিপ ও আইকনিক প্রফেশনালস—৩০ জন নেতাকে স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি ৩ টি বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এই আয়োজনে ই-পাবলিকেশন উন্মোচন করা হয় যেখানে প্রতিটি প্রোফাইল অন্তর্ভুক্ত ছিল, সেই সঙ্গে ঘোষণা করা হয় আয়োজকদের ৪টি আসন্ন ইভেন্ট।
সাংস্কৃতিক পর্বে দর্শকরা উপভোগ করেন চীনা সংস্কৃতির গান ও নৃত্য পরিবেশনা, এবং পরবর্তীতে প্রাণবন্ত ব্রাজিলিয়ান সাম্বা নৃত্য। পুরো আয়োজন ছিল উজ্জ্বল, রঙিন এবং বহুসাংস্কৃতিক আবহে ভরপুর।
ভয়েস অব অস্ট্রেলিয়া মিডিয়া পার্টনার হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করেছে। শেষে পরিবেশিত হয় বিলাসবহুল বুফে ডিনার ও সুস্বাদু খাবার, যা অতিথিদের মধ্যে এক প্রাণবন্ত নেটওয়ার্কিং পরিবেশ সৃষ্টি করে।
এই সন্ধ্যা প্রমাণ করেছে যে ইন্টারন্যাশনাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫ কেবল সম্মাননার মঞ্চ নয়, বরং বহুসাংস্কৃতিক সহযোগিতা, ব্যবসায়িক সংযোগ এবং নেতৃত্বকে উদযাপনের এক শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: