নীল পাহাড়ের চূড়ায় (প্রথম পর্ব) : শাহান আরা জাকির পারুল
প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২০ ২১:৩৭
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৮:২০

ঐ যে দূরে নীলপাহাড়টা দাঁড়িয়ে আছে ! নীল এর মাঝে ধূসর কুয়াশা !
আকাশের প্রান্তটা যেন পাহাড়ের প্রান্তেই মিশে গেছে !
কি অদ্ভুত মিলনের মাধুর্য লুকিয়ে আছে আকাশ আর পাহাড়ের মধ্যে ! বিস্তর মাটির বুকে পাহাড়টি দিব্বি আকাশের স্নিগ্ধ রূপ রস নিয়ে রঞ্জিত করছে নিজেকে ! আকাশ মাটির কি বিচিত্র রূপায়ণ!
ওরা সারাক্ষণই আনন্দে মেতে থাকে!অমন আনন্দতো আমারও ছিল !
নিসর্গ খেলা করতো আমাদের সাথে!কত রাত,কত নিশি কেটে গেছে নীরব -নিশ্চুপ আলো আধারির সাথে!একদিন যা ছিল সপ্নীল, আজ তা অলীক !
কেন এমন হলো ?
আপন মনে নীরবে নিজেকেই প্রশ্ন করে নীলিমা!নিয়তির আধার আস্তাকুড়ে উত্তর খোঁজে খাবলিয়ে খাবলিয়ে !
নীলিমার প্রখর স্মরণশক্তি !
সেই কোন শিশুবেলায় স্বপ্নে শুকর দেখে ভয় পেয়ে দৌড়ে পালাতে গিয়ে যতই দৌড়ায় পা যেন এগোয়ই না ! শুকর প্রায় কাছে এসে গেছে ! ও মাগো কি হবে এবার ! ওতো এখন ওর ঐ বিশ্রী চোয়ালের দাঁত দিয়ে গুতোতে গুতোতে মেরে ফেলবে আমাকে!ও মা...মা গো ! বাবা .....
কি হয়েছে মা ! ওঠো,ওঠো !
বেলা হয়ে গেছে ! ইস্কুলে যেতে হবে!রেডি হও!
কম করে হলেও আজ থেকে চল্লিশ বছর আগের দেখা স্বপ্নটি দিব্যি মনে আছে নীলিমার ! আপন মনেই ভাবে .....বাবা সেদিন কত্ত আদরমাখা আবিরে রাঙিয়ে দিয়েছিলো আমায় !কপালে চুমু দিয়ে বলেছিল, স্বপ্নে নিশ্চই আমার বুড়িটাকে কেউ তাড়া করেছিল ! উম মা...আবার চুমু !বাবারা বুঝি এমনই হয় !
উহু ! মোটেইনা !
আমার বন্ধু ঝুনুর বাবাটা বড্ডো বদরাগী ছিল! কথায় কথায় ঝুনুর বাবা ঝুনুকে বকা দিতো! ঝুনুর মাকে মানুষের সামনে চুলের মুঠি ধরে মারতো!এসব কথা ঝুনু আমাকে বলে বলে কান্না করতো! ঝুনুর জন্য কি যে মায়া হতো আমার তখন!মনে হতো ঝুনুকে আমার কাছে এনে রাখি ! আচ্ছা ঝুনুটা এখন কেমন আছে ?
ঝুনুও নিশ্চই সংসার করছে ! এখন হয়তো ঝুনুর মনে আর কোন কষ্টই নেই !
বুক ছেড়ে বিশাল বড় একটা নিশ্বাস বেরিয়ে আসে নীলিমার !
কি সব আবোল তাবোল ভাবছে ! আজকাল নীলিমার এরকমটাই বেশি হয় !কেউ কাছে না থাকলে একাকিত্বের সময় বুঝি সময়গুলো এভাবেই জাঁকিয়ে ধরে !
কিন্তু এমনতো হবার কথা ছিলোনা !
(চলবে)
শাহান আরা জাকির পারুল
নাট্যকার, লেখক ও গবেষক
বিষয়: শাহান আরা জাকির পারুল
আপনার মূল্যবান মতামত দিন: