নীল পাহাড়ের চূড়ায় (তৃতীয় পর্ব) : শাহান আরা জাকির
প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২০ ২১:৪৪
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৭:১৮

গিটার এর ওস্তাদ চলে যাবার পর থেকে কেমন একটা ঘোরের মধ্যে কেটে যাচ্ছিলো নীলিমার দিনগুলো।
উনি কেমন করে সেদিন রাতুল এর কথা বলে গেলেন ঝটপট। যে সময়টা আমি খুব মিস করছিলাম আমার পরানবন্ধুটিকে।
কি অদ্ভুত এক টেলিপ্যাথি ব্যাপার। এসব কথা ভাবতে ভাবতেই গিটার নিয়ে ওস্তাদের দেয়া তালিমগুলো ঠিক করার চেষ্টা করে নীলিমা।
না! কিছুতেই মন বসছেনা।
আজ আবার না জানি কি মনে পড়ে যায় ওস্তাদের! কিন্তু ওস্তাদ এর আজ আসতে এতো দেরি হিচ্ছে কেন?
উনিতো এতো দেরি করেন না! দেরি হলে ফোন করে জানান।
অনেকদিন গ্যাপ হয়ে গেছে এমনিতেই। দেশে কি এক মহামারি রোগ এর আক্রমণ চলছে। করোনা ভাইরাস বা কোভিড۔১৯। সারা বিশ্ব ব্যাপী চলছে এই রোগের সঙ্গে লড়াই।
প্রায় তিনমাস ওস্তাদ আসছেন না। আজ আসবেন বলেছিলেন! গেলো সপ্তাহে। এসব কথা ভাবতে ভাবতেই নীলিমা মোবাইলটা হাতে নিয়ে ফেস বুক ঘাঁটাঘাঁটি করতে থাকে। হটাৎ চোখ পড়ে যায় একটা স্ট্যাটাস এ-
"গতকাল সন্ধ্যায় বিশিষ্ট গীটারবাদক আলী ইমরান খান করোনা ভাইরাস এ আক্রান্ত হয়ে ইন্তেকাল করিয়াছেন"
নীলিমার চক্ষুস্থির!
এ কি করে সম্ভব?
জলজ্যান্ত মানুষটা এমন আচমকা চলে গেলো তার প্রিয় মানুষটির কাছে।
যার কথা তার তিনমাস আগে খুব মনে পড়ছিলো। রাতুল কি তাকে ডাকছিলো? কেন সে সেদিন রাতুলের কথা ভেবে চোখ মুছেছিলেন বারবার। নীলিমার মনে ঝড় ওঠে। নতুন করে তোলপাড় করে মনটা। জীবনটা এমন কেন? মুহূর্তের জলোচ্ছাস। হৃদয়সাগরটা বড় বেশি ডানপিটে।
তাই কি?
নিশ্চই তাই!
কেমন কথা বলতে বলতেই চলে গেল রাতুল। সেই স্মৃতি ভুলবার নয়। ওস্তাদের চলে যাওয়ার ঘটনাটাও অদ্ভুত একটা মিরাকেল ঘটনা। সেদিন কেন তার রাতুল এর কথা মনে পড়ছিলো? রাতুলের প্রতি কৃতজ্ঞতার কথাটিও জানিয়েছিল আমাকে। মৃত্যুর আগে কি মানুষ তাদের প্রিয়জনকে দেখতে পান?
নীলিমা জবাব খোঁজে আপনমনে।
(চলবে)
শাহান আরা জাকির পারুল
নাট্যকার, লেখক ও গবেষক
বিষয়: শাহান আরা জাকির পারুল
আপনার মূল্যবান মতামত দিন: