প্রেগন্যান্ট (অনু গল্প) : সিদ্ধার্থ সিংহ


প্রকাশিত:
১৯ জুলাই ২০২১ ১৮:০০

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৬:৪৬

 

বাজার থেকে ফিরতেই স্বামীকে বড় এক কাপ চা দিয়েই ঘরের একদম কোনায় চলে গেল স্ত্রী। বউয়ের এ রকম আচরণ দেখে স্বামী জিজ্ঞেস করল, কী হল?
স্ত্রী বলল, ভাবছি, তোমাকে একটা কথা বলব... মারবে না তো?
--- মারব কেন? বলো...
স্ত্রী ভয়ে ভয়ে আমতা আমতা করে বলল, আমি না... প্রেগন্যান্ট।
--- বাহ্, এ তো খুব ভাল কথা।
আশ্বস্ত হয়ে মাটির দিকে তাকিয়ে ধীরে ধীরে স্ত্রী বলল, না, আসলে আমি যখন ইলেভেন-টুয়েলভে পড়তাম, তখন না... তিন-চার বার প্রেগন্যান্ট হয়েছিলাম। শুনে বাবা খুব মেরেছিল... তাই বলছিলাম...

চোখ তুলে স্ত্রী দেখে তাঁর স্বামী মেঝেয় অজ্ঞান হয়ে পড়ে আছে।

 

সিদ্ধার্থ সিংহ
কলকাতা, পশ্চিম বঙ্গ, ভারত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top