অভিবাসন বিষয়ে সৌদির সহযোগিতা জোরদার করা হবে : ড. আসিফ নজরুল


প্রকাশিত:
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৬

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৮

সংগৃহীত

অভিবাসন বিষয়ে সৌদি আরবের সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার রিয়াদে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আবদুল্লাহ আবুথনাইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. নাসের বিন আবদুল আজিজ আল দাউদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, শ্রম বাজারের চ্যালেঞ্জ মোকাবেলা এবং সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের অধিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আবদুল্লাহ আবুথনাইনের সঙ্গে সৌদি আরবে তিন মিলিয়নেরও বেশি বাংলাদেশি কর্মীকে আতিথেয়তা দেওয়ার জন্য উপদেষ্টা সৌদি সরকারকে ধন্যবাদ জানান।

তিনি সৌদি কর্তৃপক্ষকে বাংলাদেশে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের আমন্ত্রণ জানান এবং কিছু নির্দিষ্ট কেন্দ্রকে দক্ষতার স্বীকৃতি দিতে বিবেচনা করতে বলেন। সৌদি পক্ষ এ বিষয়ে ইতিবাচক সাড়া দেয় এবং সম্ভাব্য মূল্যায়নের সম্মতি জানায়।
বৈঠকে উচ্চ ইকামা নবায়ন ফি এবং এর ফলে কর্মীদের চাকরিহীন হওয়ার বিষয়ে আলোচনা হয়। সৌদি পক্ষ জানায়, শ্রম আইন সংস্কার করা হচ্ছে, যাতে উভয় পক্ষের অধিকার সংরক্ষিত হয়।

এ ছাড়া কর্মীরা যাতে বাংলাদেশ থেকে রওনা হওয়ার আগে তাঁদের নিয়োগ চুক্তি নিশ্চিতভাবে পান, সে বিষয়ে আলোচনা হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top