বিদ্যমান অভিবাসন আইনে পরিবর্তন চান ফ্রান্সের রক্ষণশীল স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইয়ো
প্রকাশিত:
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৯
আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:২৮

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইয়ো অনিয়মিতভাবে ফ্রান্সে বসবাসরত অভিবাসীদের অপরাধী হিসেবে সাব্যস্ত করতে চান বলে উল্লেখ করেছেন। প্রক্রিয়াটি ইনফোমাইগ্রেন্টসের পাঠকদের জন্য ব্যাখ্যা করা হল।
২০১২ সাল পর্যন্ত ফ্রান্সে অনিয়মিত উপায়ে বসবাস করা আইনিভাবে সাজার আওতাধীন ছিল৷ পরবর্তীতে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া অলান্দ এ ব্যবস্থাটি বাতিল করে নতুন অভিবাসন আইনের অনুমোদন দিয়েছিলেন৷ এখনও সেই সিদ্ধান্তটি বহাল রয়েছে৷
তবে সম্প্রতি দায়িত্ব নেওয়া রক্ষণশীল স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইয়ো ব্যবস্থাটি পুনরায় আরোপের সিদ্ধান্ত নিয়েছেন৷
বুধবার (৬ ফেব্রুয়ারি) সরকার জানিয়েছে, বেআইনিভাবে অর্থাৎ রেসিডেন্ট পারমিট ছাড়া বসবাসকে অপরাধ হিসেবে গণ্য করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবিত পদক্ষেপকে সমর্থন দিবে তারা।
এ বিষয়ে ব্রুনো রোতাইয়ো ফ্রান্সের টিভি চ্যানেল টিএফ১কে বলেন, ‘‘আমি মনে করি অবৈধভাবে বসবাসকে অপরাধ হিসেবে গণ্য করা উচিত। কেউ অবৈধভাবে ফ্রান্সে প্রবেশ করা মানে সেটি আইনের পরিপন্থি৷’’
ইউরোপীয় আইন সত্ত্বেও ডান এবং চরম ডানপন্থিরা অনুমোদনবিহীন বসবাসকে অপরাধ হিসেবে গণ্য করার কথা বলে আসছে।
ফ্রান্সের ডানপন্থি সংসদ সদস্যরা ২০২৪ সালের জানুয়ারি মাসের অভিবাসন আইনে এই ব্যবস্থাটি অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু সাংবিধানিক কাউন্সিলর তা বাতিল করে দিয়েছিলেন।
পরবর্তীতে ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি এ বিষয়ে একটি বিল উত্থাপন করা হয়।
এই প্রস্তাব কার্যকর হলে ফ্রান্সে অনিয়মিতভাবে বসবাসকারী অভিবাসীদের জরিমানা এবং ফরাসি ভূখণ্ড থেকে বিতাড়নের মতো শাস্তির মুখোমুখি হতে হবে। তবে জরিমানা আরোপ নিয়ে দোষী সাব্যস্ত ব্যক্তি পরবর্তীতে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
ব্রুনো রোতাইয়োর পূর্বসূরীরা এই পদক্ষেপ বাস্তবায়ন করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন৷ তিনি এটি করে সফল হতে চান৷
একটি সরকারি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ফরাসি সাংবিধানিক কাউন্সিল ২০২৪ সালের অভিবাসন আইনের যেসব ধারা বাতিল করেছিল সেগুলো নতুন অভিবাসন আইনের ভিত্তি হিসেবে কাজ করবে৷ বর্তমান আইনের কিছু পরিবর্তন হতে পারে, আবার কিছু সংযোজনও হতে পারে৷
আসন্ন নতুন অভিবাসন আইন নিয়ে ফ্রান্সের বাম, পরিবেশবাদী এবং ম্যাক্রোঁর দলের বাম অংশ এরইমধ্যে ক্ষোভ প্রকাশ করেছে৷
১৯৮০ সাল থেকে ফ্রান্সে অভিবাসন এবং বিদেশিদের নিয়ে ৩২টি আইন গৃহীত হয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: