প্রথম আলো বন্ধুসভা সিরাজগঞ্জের প্রকাশনা
'মাতৃভাষার অমর সৈনিক' মোড়ক উন্মোচন ও পাঠানুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশিত:
৩ মার্চ ২০২১ ১৮:০৩
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৪৭
প্রথম আলো বন্ধুসভা সিরাজগঞ্জের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 'মাতৃভাষার অমর সৈনিক' লিটল ম্যাগের মোড়ক উন্মোচন ও পাঠানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় প্রথম আলো বন্ধুসভা সিরাজগঞ্জের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সকল ভাষা সৈনিকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রকাশিত লিটল ম্যাগটির মোড়ক উন্মোচন করা হয়৷ এসময় লেখক ও সংগঠক মঞ্জুর শাহিন, কবি সৌপ্তিক সালাম, সৈয়দ ইসমাইল হোসেন শিরাজীর পৌত্র নূতন শিরাজী, নাট্যকর্মী ও কবি জুয়েল আলভী, কবি ও সম্পাদক যাহিদ সুবহান, কবি ও কথাশিল্পী আশরাফ খানসহ বন্ধুসভা সিরাজগঞ্জের পরিচালনা পর্ষদ ও সাধারণ পর্ষদের বন্ধুরা উপস্থিত ছিলেন।
বন্ধুসভা সিরাজগঞ্জের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে সাহিত্য সম্পাদক গবেষক মীম মিজানের উপস্থাপনায় মোড়ক উন্মোচন শেষে উপস্থিত লেখকগণ তাদের স্ব স্ব লেখা পাঠ ও অনুভূতি ব্যক্ত করেন।
মীম মিজান
সিরাজগঞ্জ
বিষয়: মীম মিজান
আপনার মূল্যবান মতামত দিন: