সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


পোশাক শ্রমিকদের করোনা টিকা দেয়ার দাবিতে বিক্ষোভ


প্রকাশিত:
১৮ জুন ২০২১ ২১:০১

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫৯

 

প্রভাত ফেরী: শুক্রবার (১৮ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে পোশাক শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বলা হয় করোনার টিকায় পোশাক শ্রমিকদের অগ্রাধিকার দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গার্মেন্টস শ্রমিক সংহতি নামে একটি সংগঠন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সকল পোশাক শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদান করতে হবে। মন্ত্রী-এমপিরা ভ্যাকসিন নেবে, তাদের পরিবার নেবে, মালিকরা সবাই ভ্যাকসিন নিয়ে ফেলেছে। তারা ভ্যাকসিন নেবে, অথচ আমাদের শ্রমিকরা হয় করোনায় মরবে, না হয় খেয়ে মরবে, ভবন ধসে মরবে- এরকম জীবন শ্রমিকরা মেনে নেবে না।’



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top