করোনার মধ্যেও অর্থনৈতিক গতিশীলতা অব্যাহত: প্রধানমন্ত্রী
প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২১ ২০:৪০
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৫:১২

প্রভাত ফেরী: বুধবার বেলা সোয়া ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি ভবন ও ভূমি তথ্য ব্যাংকের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক গতিশীলতা অব্যাহত রয়েছে। যতই প্রতিকূলতা আসুক এই অগ্রযাত্রাকে থামানো যাবে না।
এদিন ভূমি ভবন, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি তথ্য ব্যাংকের উদ্বোধন করেন সরকার প্রধান।
এসময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি সচিব মোস্তাফিজুর রহমানসহ প্রধানমন্ত্রী কার্যালয়, ভূমি মন্ত্রণালয় ও তার অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিষয়: প্রধানমন্ত্রী
আপনার মূল্যবান মতামত দিন: