ঢাকায় কমলেও ঢাকার বাইরে বেড়েছে ডেঙ্গু রোগী
প্রকাশিত:
১৫ আগস্ট ২০১৯ ০৩:২০
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৭:০৮

প্রভাত ফেরী ডেস্ক: ডেঙ্গুর প্রকোপ এবছর অন্য যে কোন সময়ের চেয়ে অনেক বেশি। ইতোমধ্যে অনেকের মৃত্যুও হয়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে। সারাদেশে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। মোট ভর্তি রোগীর মধ্যে রাজধানী ঢাকায় ৭৫৫ এবং ঢাকার বাইরে ১ হাজার ১২৫ জন ভর্তি হন। পরিসংখ্যান অনুযায়ী, ঢাকায় কমলেও ঢাকার বাইরেই বেশি সংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে গত এক সপ্তাহে দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগে ভর্তিকৃত রোগীদের সংখ্যা পর্যালোচনা করলে দেখা যায়, দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ধীরে ধীরে কমছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত সাতদিনে ভর্তিকৃত ডেঙ্গু রোগীদের মধ্যে ৭ আগস্ট ছিল ২ হাজার ৪২৮ জন, ৮ আগস্ট ২ হাজার ৩২৬, ৯ আগস্ট ২ হাজার ২, ১০ আগস্ট ২ হাজার ১৭৬, ১১ আগস্ট ২ হাজার ৩৩৪, ১২ আগস্ট ২ হাজার ৯৩, গতকাল অর্থাৎ ১৩ আগস্ট ১ হাজার ২০০ এবং আজ ১ হাজার ৮৮০ জন। সুতরাং গত এক সপ্তাহে ডেঙ্গু রোগে ভর্তি রোগীর সংখ্যা খুব অল্প হলেও কমেছে বলে দেখা যাছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে সারাদেশের হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী ৭ হাজার ৮৬৯ জন, যার মধ্যে ঢাকায় ৪ হাজার ১৪৩ এবং ঢাকার বাইরে ৩ হাজার ৭২৬ জন।
গত জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালগুলো থেকে ৩৮ হাজার ৪৪২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন, ভর্তি ছিলেন মোট ৪৬ হাজার ৩৫১ জন। ডেঙ্গু রোগে মারা গেছেন ৪০ জন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: