ঘরবাড়ি বানানোর আগে রোহিঙ্গাদের ফিরিয়ে নিন : পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০১৯ ০১:২৯

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৫৫

ঘরবাড়ি বানানোর আগে রোহিঙ্গাদের ফিরিয়ে নিন : পররাষ্ট্রমন্ত্রী

প্রভাত ফেরী ডেস্ক: ঘরবাড়ি বানানোর আগে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।



বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট- ৩ : সুস্বাস্থ্য ও কল্যাণ’ বিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।  



উল্লেখ্য, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ঘরবাড়ি তৈরি করে তারপরে তাদের ফেরত নেয়ার কথা উঠলে পররাষ্ট্রমন্ত্রী এ কথা উল্লেখ করেন।  



তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পরে আমরা যখন ভারত থেকে আসি তখন দেখি ঘরবাড়ি নেই। পাক আর্মিরা সব ভেঙে ফেলেছে। আমরা ভারত থেকে নিজেদের লোকদের ফেরত আনার সময় ঘরবাড়ি নিয়ে কোন চিন্তা ছিলো না।  



পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা যখন বাংলাদেশে আসে তখন কিন্তু ঘরবাড়ির চিন্তা করেনি। যখন তাদের যাওয়া শুরু হবে গিয়ে ঠিকই ঘরবাড়ি তৈরি করবে। না গেলে কীভাবে ঘরবাদি তৈরি করবে?



রোহিঙ্গাদের স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসন প্রসঙ্গে ড. মোমেন বলেন, মিয়ানমারের দায়িত্ব তাদের নিরাপত্তা দেয়া। তারা যেন নিরাপদ বোধ করে নিজ দেশে ফিরে যায় সেই দায়িত্ব মিয়ানমারের।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top