শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কার্যক্রম শুরু
প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০১৯ ২২:৫৭
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৫৯

প্রভাত ফেরী ডেস্ক: আজ থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রোগী ভর্তি শুরু হয়েছে। আর এর মধ্যে দিয়ে শুরু হলো রাজধানীর এই হাসপাতালটির কার্যক্রম। গত বছরের অক্টোবরে বিশ্বের সর্ববৃহৎ এই বার্ন হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আবুল কালাম এক সংবাদ সম্মেলনে বলেন, চারটি ওয়ার্ডে একযোগে চিকিৎসা সেবা দেওয়া শুরু হবে জানিয়ে তিনি বলেন, দুটো ওয়ার্ডে পুরুষ রোগী, একটিতে নারী এবং একটি ওয়ার্ডে শিশুদের ভর্তি করা হবে। এই সপ্তাহের শেষে অপারেশন থিয়েটারও চালু হয়ে যাবে।
উদ্বোধনের পর আমরা অগোছালো একটা পরিবেশ পেয়েছিলাম। কর্মী সংকট ছিল, আরও বিভিন্ন রকমের সংকট থাকায় আমরা এত দিন রোগী ভর্তি করাতে পারিনি। তবে এখন থেকে সব ধরনের সেবা পাওয়া যাবে বলে জানান তিনি।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট বিশ্বের সবচেয়ে বড় বার্ন হাসপাতাল। রাজধানীর চাঁনখারপুলে ১ দশমিক ৭৬ একর জমিতে ৯১২ কোটি টাকা ব্যয়ে ১৮ তলাবিশিষ্ট এই বার্ন ইনস্টিটিউট নির্মাণ করে সরকার। এই ইনস্টিটিউটে বার্ন ইউনিট, প্লাস্টিক সার্জারি ইউনিট এবং একাডেমিক উইং মিলে তিনটি ব্লক থাকছে। রোগীদের চিকিৎসার জন্য রাখা হয়েছে ৫০০ শয্যা। এ ছাড়া গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য আইসিইউ ২২টি শয্যা এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করার হাই ডেফিসিয়েন্সি ইউনিটে ২২টি শয্যা, ১২টি অপারেশন থিয়েটার এবং একটি অত্যাধুনিক পোস্ট অপারেটিভ ওয়ার্ড রাখা হয়েছে
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: