বাংলাদেশ-ইউরোপীয় কমিশনের যৌথ সভায় রোহিঙ্গাসহ ৮ ইস্যু নিয়ে আলোচনা


প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২৩

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৫৬

বাংলাদেশ-ইউরোপীয় কমিশনের যৌথ সভায় রোহিঙ্গাসহ ৮ ইস্যু নিয়ে আলোচনা

প্রভাত ফেরী ডেস্ক: আগামী ২০-২১ সেপ্টেম্বর রাজধানীতে ইউরোপীয় কমিশন ও বাংলাদেশের যৌথ কমিশন সভায় রোহিঙ্গাসহ ৮টি ইস্যু আলোচনায় স্থান পাচ্ছে বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে। রোহিঙ্গা বাদে বাকী ৭টি ইস্যু হচ্ছে বিনিয়োগ, টেকসই উন্নয়ন, সুশাসন, নারী ও শিশু র্নিযাতন, মানবাধিকার, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা।



শ্রমিকদের ন্যায্য অধিকার পাচ্ছে কিনা, সে ব্যাপারেও ইউরোপীয় ইউনিয়নের কৌতূহল রয়েছে। তাই বিষয়টি আলোচনা আসবে বলে ধারণা করছে সংশ্লিস্টরা। কারণ রানা প্লাজা ধসের পর সরকার পোশাক শ্রমিকদের নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে এক চুক্তি করে। যাতে তাদের বেতন ভাতাসহ সকল বিষয় উঠে আসে। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকার বিষয়টিতে অগ্রাধিকার দিচ্ছে কিনা তা খতিয়ে দেখতে পারে ইউরোপীয় ইউনিয়ন।



উন্নয়ন সহযোগীদের আঞ্চলিক সহযোগিতার ব্যাপারে বেশ আগ্রহ রয়েছে। ইতোমধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক একটি কৌশলপত্র তৈরি করেছে। এমনকি এ ব্যাপারে সহায়তা দিতেও আগ্রহী। আঞ্চলিক সহযোগিতা বাড়লে বাংলাদেশের পাশাপাশি চীন, ভারত, মিয়ানমারসহ ভারত মহাসাগরীয় অঞ্চল উপকৃত হবে।



জলবায়ু পরিবর্তনজনিত সরকারের করণীয় সম্পর্কেও কমিশনে আলোচনা হবে। বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি আলোচ্য ইস্যু জলবায়ু পরিবর্তন। এ নিয়ে বাংলাদেশ সরকারের করনীয় সম্পর্কে জানতে চাইবে ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি বিমান পরিবহনের নিরাপত্তার বিষয়টি সভায় আলোচনায় স্থান পেতে পারে বলেও আভাস পাওয়া গেছে।



জানা যায়, যৌথ কমিশনের সভাকে ইতিবাচক করতে গত ১৫ সেপ্টেম্বর প্রস্তুতিমূলক সভা হয়েছে। যেখানে ইউরোপীয় ইউনিয়নের যে কোন প্রশ্নের জবাবে যেন সরকার কোনোভাবেই বিব্রতকর অবস্থায় পড়তে না হয় তা নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা ইস্যু নিয়ে সরকার কী ধরনের পদক্ষেপ নিয়েছে তা নিয়ে কিছু খসড়া তৈরি করেছে কয়েকটি মন্ত্রণালয়। যা বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের কাছে হস্তান্তর করা হবে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক মহলের চাপ যেন অব্যাহত রাখা হয় সে ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে আবারও অনুরোধ জানানো হবে ইউরোপিয় ইউনিয়নের কাছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top