অপরাধী কারো রক্ষা নেই: প্রধানমন্ত্রী


প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৩৯

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৩১

অপরাধী কারো রক্ষা নেই: প্রধানমন্ত্রী

প্রভাত ফেরী ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপরাধ করলে কারো রক্ষা নেই। অপরাধীদের কোন দল নেই। কোন নালিশ শুনতে চাই না। নীতি আদর্শ বজায় রেখে সবাইকে চলতে হবে। আর তা না হলে যত বাধাই আসুক তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। জানি এটা অনেক কঠিন কাজ কিন্তু সমাজের অসঙ্গতি দূর করতে এছাড়া আর উপায় নেই।



বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩ সদস্যের প্রতিনিধি দল দেখা করতে গেলে তিনি তাদেরকে এসব কথা বলেন।



প্রধানমন্ত্রী ছাত্রলীগের নতুন নেতৃত্বকে বলেন, ছাত্রলীগ যেন তাদের নীতি আদর্শের উপর অবিচল থাকে। এসময় তাদেরকে আদর্শ নিয়ে সংযমের সঙ্গে চলার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



ছাত্রলীগকে গতিশীল করতে নিয়মিত কর্মশালা ও পাঠচক্র এবং দ্রুত সারাদেশে সাংগঠনিক সফরে বের হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এসময় মেট্রোরেলের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষার্থীদের সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, এর জন্য নতুন করে যা যা করা দরকার- টিএসসিসহ অন্যান্য সব স্থাপনা আমরা আধুনিক করে দেব। ছাত্রলীগ নেতাদের সামনে পেয়ে বঙ্গবন্ধু, বঙ্গমাতাসহ নিজের ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ছাত্রলীগের সম্পর্কের বিভিন্ন স্মৃতিচারণা করেন।



এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।.



এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top