মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান নাছিমা বেগম
প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০১৯ ০৫:৩২
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৪৪

প্রভাত ফেরী ডেস্ক: প্রায় তিন মাস অপেক্ষায় থাকার পর চেয়ারম্যান পেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। সরকারের সাবেক সিনিয়র সচিব নাছিমা বেগম এই পদে নিয়োগ দেয়া হয়েছে।
আজ রোববার তাকে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে। এছাড়া কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ অনুযায়ী নাছিমা বেগম, এনডিসিকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
জাতীয় মানবাধিকার কমিশনের দায়িত্ব চালিয়ে আসা কাজী রিয়াজুল হকের মেয়াদ গত ১ জুলাই শেষ হয়। এরপর থেকে গত ৬ আগস্ট পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন সার্বক্ষণিক সদস্য মো. নজরুল ইসলাম।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: