রাজধানীর চার ক্লাবে অভিযান, নগদ টাকাসহ ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার


প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০১৯ ০৬:১৫

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৫৪

রাজধানীর চার ক্লাবে অভিযান, নগদ টাকাসহ ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার

প্রভাত ফেরী ডেস্ক: রাজধানীর মতিঝিল এলাকায় মোহামেডান স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, দিলকুশা ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘে অভিযান চালিয়ে ক্যাসিনো বোর্ড, বিপুল পরিমাণ কার্ড, জুয়ার বোর্ড, মদ ও সিসা উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর থেকে অভিযানে চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।



রাজধানীর মতিঝিলে চারটি ক্লাবে অভিযান শেষে মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার আনোয়ার হোসেন বলেছেন, গোয়েন্দা তথ্য পাওয়ার পর আমরা আভিযান শুরু করেছি। এর আগে ইন্টেলিজেন্স বা অন্য কোনো গোয়েন্দা সংস্থা থেকে ক্যাসিনো চালানোর ব্যাপারে তথ্য পাইনি। আজ ইন্টেলিজেন্স যখনই জানিয়েছে তখনই আমরা অভিযানে নেমেছি।



তিনি আরো বলেন, চারটি ক্লাবই পুলিশের নাকের ডগায় ছিল, এটা অস্বীকারের কোনো উপায় নেই। তবে আমরা জানা মাত্রই অভিযান শুরু করেছি। ক্যাসিনো পরিচালনা করা অবৈধ। এখান থেকে যাদের নাম আসবে তারা যতই প্রভাবশালী হোক, তাদের আইনের আওতায় আনা হবে।



অভিযানে অংশ নেওয়া মতিঝিল বিভাগের সহকারী কমিশনার মিশু বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই ৪ ক্লাবে অভিযান চালানো হয়েছে। ক্লাবগুলো থেকে ক্যাসিনো, জুয়া খেলার বোর্ড, জুয়ার প্রচুর সামগ্রী, ওয়াকিটকি ও টাকা গোনার মেশিন উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।



তবে অভিযানের খবর পেয়ে ভেতরের থাকা লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও নিশ্চিত করেছে অভিযান পরিচালনাকারী পুলিশের সদস্যরা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top