দুই আ.লীগ নেতার বাসায় র‌্যাবের অভিযান, নগদ কোটি টাকাসহ ৭২০ ভরি স্বর্ণ উদ্ধার


প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০১৯ ২২:৫০

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৫৯

দুই আ.লীগ নেতার বাসায় র‌্যাবের অভিযান, নগদ কোটি টাকাসহ ৭২০ ভরি স্বর্ণ উদ্ধার

প্রভাত ফেরী ডেস্ক: রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো ব্যবসার হোল্ডার এনামুল হক ও রূপন ভূঁইয়ার বাসায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৩। এ সময় এ দুই নেতার বাড়ি থেকে কোটি টাকা ও ৭২০ ভরি স্বর্ণ জব্দ করা হয়েছে। তারা দুজনেই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত।  এনামুল হক ওরফে এনু গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও রূপন ভূঁইয়া যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন বলে জানা যায়।



মঙ্গলবার সকাল ১০টার পর রাজধানীর পুরান ঢাকার মুরগিটোলা এলাকার তাদের বাসায় অভিযানে যায় ্যাবের একটি দল। অভিযানে তাদের বাসায় বিপুল অংকের টাকা স্বর্ণ পাওয়া গেছে। তবে তাদের দু'জনকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন ্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান। তিনি বলেন, অভিযান চলছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হবে।



রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধ ক্যাসিনোতে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারই ধারাবাহিকতায় সোমবার ফু-ওয়াং, পিয়াসী ড্রাগন বারে অভিযান চালায় পুলিশ। অভিযানে অবৈধ কিছু পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। অথচ এর আগে পরিচালিত অভিযানে অবৈধ মাদক, ক্যাসিনো সরঞ্জাম, এমনকি অবৈধ অস্ত্রও উদ্ধার করা হয়।



গত ১৮ সেপ্টেম্বর (বুধবার) অবৈধ জুয়া ক্যাসিনো চালানোর অভিযোগে ্যাবের হাতে আটক হন ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। পরে অস্ত্র মাদকের পৃথক দুই মামলায় তাকে সাতদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top