পূজায় শুভেচ্ছা স্বরুপ ৫০০ টন ইলিশ রপ্তানি হচ্ছে ভারতে
প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০১৯ ২২:১৫
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৪৭

প্রভাত ফেরী ডেস্ক: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ গণমাধ্যমকে এ তথ্য জানান।
আব্দুল লতিফ জানান, বাংলাদেশের একজন রপ্তানিকারকের আবেদনের প্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়েছে। এটা শুধুমাত্র একবারের জন্যই হচ্ছে। রপ্তানির কোনো বিষয় নয় এটি। বাংলাদেশের ব্যবসায়ীরা কলকাতায় ইলিশ নিয়ে যাবেন। পরে সেখানকার বাজারে তা বিক্রি করবেন। মূলত কলকাতার বাজারেই এই ইলিশ বিক্রি হবে।
পার্শ্ববর্তী দেশের বাজারে পদ্মার ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ও সেখানকার সরকারের শীর্ষ পর্যায় থেকে বাংলাদেশের ইলিশ সরবরাহের দাবি করে আসছে। কিন্তু দেশের বাজারে ইলিশের সরবরাহ নিশ্চিত করতে ২০১২ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সরকার ইলিশ রফতানি বন্ধ রেখেছে। সময়ে সময়ে দেশের জলসীমায় ইলিশ ধরাও বন্ধ রাখে সরকার। এর পরিপ্রেক্ষিতে গত কয়েক বছরে ইলিশের উৎপাদন বেড়েছে।
চলতি বছর পাঁচ লাখ টনের বেশি ইলিশ উৎপাদন হবে বলে আশা করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর যে পরিমাণ মাছ পাওয়া যায়, তার ১১ শতাংশ আসে ইলিশ থেকে। দেশের জিডিপিতে ইলিশের অবদান ১ শতাংশের মতো। বিশ্বের মোট ইলিশের ৭৫ শতাংশ আহরণ করা হয় বাংলাদেশে।
উল্লেখ্য, এর আগেও শুভেচ্ছা হিসেবে ভারতে ইলিশ পাঠানো হয়েছিল। ইলিশ রফতানি বন্ধ থাকলেও পাচার হওয়ার অভিযোগ রয়েছে। তাই পাচার বন্ধে ইলিশ রফতানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথাও কয়েকবার সরকারকে জানিয়েছে ব্যবসায়ীরা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: