যুবলীগে চলছে নতুন নেতৃত্বের সন্ধান


প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০১৯ ০৩:০০

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:২৯

যুবলীগে চলছে নতুন নেতৃত্বের সন্ধান

প্রভাত ফেরী ডেস্ক: চলমান অভিযানে ক্যাসিনোসহ নানান নাটকীয়তা ইমেজ হারানো যুবলীগের ভাবমূর্তি ফেরাতে নেতৃত্বে নতুন মুখ আনার পরিকল্পনা করছে ক্ষমতাসীন আওয়ামীলীগ। আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগেই যুবলীগের নেতৃত্বের পালাবদল হতে পারে বলে গুঞ্জন উঠেছ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসলেই এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছে আওয়ামীলীগের নীতি নির্ধারকরা।



জানা যায়, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে একাধিক প্রাক্তন যুবলীগ নেতা এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে যুবলীগের ভবিষ্যৎ নিয়ে কয়েক দফায় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এসকল বৈঠেকে যুবলীগ নিয়ে পরবর্তী করনীয় ঠিক করতে নেতাদের পরামর্শও দেন শেখ হাসিনা। তবে আওয়ামীলীগের হাইকমান্ড বলছে, ছাত্রলীগের বিষয়ে যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সিদ্ধান্ত নিয়েছেন তেমনি যুবলীগের বিষয়টি নিয়েও তিনিই সিদ্ধান্ত নেবেন।



আওয়ামী যুবলীগের বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী গত ১০ বছর ধরে যুবলীগের নেতৃত্বে রয়েছে। ইতিমধ্যে তিনি নিজেই জানিয়েছেন, সম্মেলনের মাধ্যমে তিনি যুবলীগের নেতৃত্ব কারও হাতে তুলে দিতে চান।



তাই এখন সেই প্রশ্নই এখন কঠিন হয়ে দাড়িয়েছে। কে হবেন যুবলীগের নতুন নেতা? কে পারবেন যুবলীগের সোনালী অতীত ফিরিয়ে আনতে। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, একজন ভালো সংগঠক হওয়ার চেয়ে একজন ক্লিন ইমেজের ব্যক্তিত্ব যুবলীগের ভাবমূর্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।



আর সে ক্ষেত্রে সবার আগে আসছে শেখ ফজলুল করিম সেলিমের ছোট ভাই যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফের নাম আলোচনায় রয়েছে। অপরদিকে আছে তারুণ্যের আরেক আইকন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার নামও। বিগত নির্বাচনে মাশরাফি আওয়ামী লীগের মনোনয়নে নড়াইল-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ভিন্নধর্মী চিন্তার মানুষ মাশরাফিকে তার ভক্তরা ম্যাশ নামেই ডাকে।



যুবলীগের শীর্ষ পদের আলোচনায় আছেন তারুণ্যের আইকন শেখ সারহান নাসের তন্ময়। তিনি বাগেরহাট-২ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।



উল্লেখ্য, যুবলীগের সর্বশেষ কমিটি হয় ২০১২ সালের ১৪ জুলাই। চেয়ারম্যানের দায়িত্ব পান ওমর ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক হন হারুন-অর রশিদ। ২০১৬ সালের আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে অন্যান্য সহযোগী সংগঠনগুলোর কমিটি গঠন করা হলেও যুবলীগের আর সম্মেলন হয়নি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top