প্রধানমন্ত্রীর ভারত সফরে আলোচনায় তিস্তা-রোহিঙ্গাসহ ৮ ইস্যু
প্রকাশিত:
২ অক্টোবর ২০১৯ ২২:৩১
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৫২

প্রভাত ফেরী ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে বহুদিন ধরে অমীমাংসিত তিস্তার পানি বণ্টন এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু গুরুত্ব পাবে। এ ছাড়া দু-দেশের মধ্যে ৮টি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ইন্ডিয়ান ইকোনমিক সামিটে যোগ দিতে চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়া দিল্লি যাচ্ছেন বৃহস্পতিবার (৩ অক্টোবর)। সফরে আগামী শনিবার (৫ অক্টোবর) দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন ও তিস্তার পানিবণ্টন নিয়ে আলোচনার পাশাপাশি দুই দেশের মধ্যে আটটি সমঝোতা স্মারক সই হতে পারে।
কূটনৈতিক সূত্রে জানা যায়, ৩-৪ অক্টোবর ইন্ডিয়া ইকোনমিক সামিট হবে ভারতে। এতে শেখ হাসিনার সঙ্গে যৌথভাবে কো-চেয়ার থাকতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি। এ জন্য বৃহস্পতিবার ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সামিটে অংশ নেওয়ার পাশাপাশি ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও অংশ নেবেন তিনি। ৫ অক্টোবর এ বৈঠক হওয়ার কথা।
ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে শনিবার দ্বিপাক্ষিক বৈঠকের পর যোগাযোগ, সংস্কৃতি, কারিগরি সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ খাতে সমঝোতা স্মারক সই হতে পারে।
তিনি আরো বলেন, দুই প্রধানমন্ত্রীর মধ্যে ৫ অক্টোবর বৈঠকের পর মূলত যোগাযোগ, সংস্কৃতি, কারিগরি সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ খাতে এ পর্যন্ত সাত থেকে আটটি সমঝোতা স্মারক সইয়ের বিষয় নিশ্চিত হয়েছে। তবে, এ সংখ্যা ১০টিতেও উন্নীত হতে পারে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: