রাজধানীতে সম্রাটের অফিস ও বাসায় অভিযান চালাচ্ছে পুলিশ
প্রকাশিত:
৭ অক্টোবর ২০১৯ ০৪:৩৩
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৪৭

প্রভাত ফেরী ডেস্ক: ক্যাসিনো’র সঙ্গে সম্পৃক্ত থাকাসহ ‘সুনির্দিষ্ট অভিযোগে’ গ্রেফতার হওয়া যুবলীগ ঢাকা দক্ষিণের নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের কাকরাইলে অবস্থিত অফিসের পাশাপাশি তার শান্তিনগর ও মহাখালী ডিওএইচএস এর বাসায় অভিযান চালাচ্ছে র্যাব। রবিবার (৬ অক্টোবর) সকালে সম্রাটকে গ্রেফতারের পর বেলা ১১টায় তাকে ঢাকায় আনা হয়। এরপরে তাকে নিয়ে র্যাব তার অফিস এবং দুপুর আড়াইটা থেকে শান্তিনগরের বাসাটিতে অভিযান শুরু করেছে র্যাব-৩। আর মহাখালীর বাসায় অভিযান চালাচ্ছে র্যাব-২।
শান্তিনগরের বাসায় অভিযানের বিষয়ে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল সাফিউল্লাহ বুলবুল বলেন, বেলা আড়াইটা থেকে অভিযান শুরু হয়েছে। তল্লাশি চলছে।
সম্রাটকে নিয়ে কাকরাইল কার্যালয়ে ঢুকেছে র্যাব
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের কার্যালয়ে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার (৬ অক্টোবর) ভোরে কুমিল্লায় গ্রেফতার হওয়া সম্রাটকে সঙ্গে নিয়ে দুপুর ১টা ৩৮ মিনিটে তার কার্যালয় যায় র্যাবের একটি দল। এ সময় তারা ভবনের কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় র্যাবের সঙ্গে হেলমেট পরিহিত সম্রাটকে তার কার্যালয়ে প্রবেশ করানো হয়।
সম্রাটের তিন বাসায় র্যাবের অভিযান
ক্যাসিনো সম্রাট খ্যাত যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের তিনটি বাসায় অভিযান চালাচ্ছে র্যাব। এর মধ্যে মহাখালীতে তার দ্বিতীয় স্ত্রীর একটি বাসা এবং শান্তিনগর ও ধানমন্ডিতে সম্রাটের দুটি বাসায় অভিযান শুরু করে র্যাব।
রোববার দুপুর আড়াইটায় সম্রাটের শান্তিনগরের বাসায় অভিযান চালায় র্যাব-৩ এর একটি দল। র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল বলেন, দুপুরে সম্রাটের নিয়ন্ত্রণাধীন শান্তিনগরের বাসায় অভিযান শুরু করে র্যাব।
র্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, সম্রাট গ্রেফতারের পর তাকে নিয়ে কাকরাইলে অভিযান চলছে। পাশাপাশি র্যাব-২ এর অধীনে মহাখালীতে তার স্ত্রীর বাসায় অভিযান চালানো হচ্ছে।
র্যাবের আরেকটি সূত্র জানায়, ধানমন্ডিতেও সম্রাটের আরেকটি বাসায় অভিযান চালাচ্ছে র্যাব। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
এর আগে ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয় আত্মগোপনে থাকা সম্রাটকে। তার সঙ্গে আরমান নামে তার এক সহযোগীকেও আটক করা হয়। পরে ঢাকায় এনে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদও করে র্যাব।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: