এটা স্রেফ খুন : বুয়েট ভিসি, আজ যাচ্ছেন আবরারের বাড়িতে


প্রকাশিত:
১০ অক্টোবর ২০১৯ ০০:১৪

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৪৩

এটা স্রেফ খুন : বুয়েট ভিসি, আজ যাচ্ছেন আবরারের বাড়িতে

প্রভাত ফেরী ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে খুন করা হয়েছে বলে স্বীকার করলেন বুয়েটের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক . সাইফুল ইসলাম।



মঙ্গলবার রাত পৌনে ১১টায় তার কার্যালয় থেকে বের হওয়ার পর তিনি সাংবাদিকদের জবাবে কথা স্বীকার করেন। তিনি বলেন, আবরারকে খুন করা হয়েছে। এটা স্রেফ মার্ডার, এছাড়া একে অন্যকোনভাবে সঙ্গায়িত করা যাবে না।  এজন্যই প্রশাসন ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসছে।



তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের সকল দাবি সকালেই মেনে নিয়েছি। এখন এগুলো বাস্তবায়নের কাজ চলছে। শিক্ষার্থীদের উচিত আন্দোলন থেকে সরে আসা। তিনি ছুটি শেষ হওয়ার সাথে সাথেই শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান।



সকালে আবরারের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন বুয়েটের ভিসি



বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের কুষ্টিয়ার বাড়ি যাচ্ছেন উপাচার্য (ভিসি) অধ্যাপক সাইফুল ইসলাম। বুধবার সকালে তিনি কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন বলে সাংবাদিকদের জানিয়েছেন ভিসির একান্ত সহকারী কামরুল ইসলাম।



তিনি বলেন, সকাল ১০টার দিকে ঢাকা থেকে আবরারের কুষ্টিয়ার বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন ভিসি স্যার। সেখানে তিনি আবরারের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাবেন। আবরার হত্যার দুইদিন পর বিশ্ববিদ্যালয়ে আসেন বুয়েটের ভিসি। এমনকি আবরারের জানাজায়ও অংশ নেননি তিনি। অবেশেষে গতকাল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ে আসতে বাধ্য হন তিনি।



উল্লেখ্য, ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়ার জেরে আবরার ফাহাদকে রোববার রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।



সোমবার ( অক্টোবর) দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আবরারের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ লাশের ময়নাতদন্ত করেন। তিনি বলেন, ‘ছেলেটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top