বিকালে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক বুয়েট ভিসির
প্রকাশিত:
১১ অক্টোবর ২০১৯ ২১:৫৭
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৪০

প্রভাত ফেরী ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম শুক্রবার (১১ অক্টোবর) আন্দোলকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসবেন। বুয়েট প্রশাসন ও শিক্ষার্থীদের সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আলোচনায় বসার প্রস্তাব পাঠিয়েছেন বুয়েট ভিসি। শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৫টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে এ বৈঠক হওয়ার কথা রয়েছে বলে নিশ্চিত করেছেন ছাত্র কল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান।
আন্দোলনকারী শিক্ষার্থী মাসুম বিল্লাহ সরকার জানান, বুয়েট ভিসি সাংবাদিকদের ছাড়া আলোচানায় বসার প্রস্তাব দিয়েছিলেন। তবে বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকাল পাঁচটার পর শিক্ষার্থীরা উপাচার্যকে জানিয়ে দেন যে, তারা সাংবাদিকদের ছাড়া আলোচনায় বসবেন না। অবশেষে উপাচার্য সাংবাদিকদের নিয়েই আলোচনায় বসতে রাজি হয়েছেন।
এদিকে আন্দোলনকারী একাধিক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, ভিসি স্যার চাইলে আমরা যেকোনো সময় আলোচনায় বসতে রাজি আছি। ডিসি স্যারের কাছে আমাদের অনেক প্রশ্ন রয়েছে, সেসব প্রশ্নের উত্তর স্যারকে দিতে হবে। পাশাপাশি আমাদের যেসব দাবি রয়েছে তা বাস্তবায়নে শুধু আশ্বাস নয়, এ বিষয়ে প্রশাসনিক প্রজ্ঞাপন জারি করতে হবে।তবেই তারা আন্দোলন ছেড়ে ক্লাসে ফিরবেন বলেও জানান।
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ১০ দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো আন্দোলনে রয়েছে শিক্ষার্থীরা। দাবি পূরণের ব্যাপারে আশ্বাস না দিলে বুয়েটের বিভিন্ন ভবনে শিক্ষার্থীদের তালা মারার আল্টিমেটামের পরিপ্রেক্ষিতে এই আলোচানার ডাক দিয়েছেন উপাচার্য।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: