আজ বাংলাদেশে আসছেন ফিফা প্রেসিডেন্ট


প্রকাশিত:
১৬ অক্টোবর ২০১৯ ২২:৪৪

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৩২

আজ বাংলাদেশে আসছেন ফিফা প্রেসিডেন্ট

প্রভাত ফেরী ডেস্ক: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক দিনের শুভেচ্ছা সফরে আজ বুধবার বিকালে বাংলাদেশে আসছেন। ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার পর বিভিন্ন দেশ ঘুরলেও এর আগে এশিয়ার কোন দেশে আসেননি তিনি। এশিয়া সফরের অংশ হিসেবে এক দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে আসছেন তিনি। বুধবার (১৬ অক্টোবর) বিকেলে মঙ্গোলিয়া থেকে ঢাকায় উড়ে আসবেন ফিফা বস।



ঢাকায় অবস্থানকালে ফিফা প্রেসিডেন্টের সূচি এখনও নির্ধারণ করেনি বাফুফে। জানা গেছে, ইনফান্তিনো নিজেই জানাবেন ঢাকায় একদিনের সফরে তিনি কী করবেন।



তবে বিভিন্ন সূত্রে জানা যায়, আগামীকাল কোনো একসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইনফান্তিনো। বাফুফে ভবনে পরিদর্শনে যাবেন। এরপর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীনের সঙ্গে বৈঠক শেষে লাওসের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন তিনি।



৫০ ছুঁইছুঁই ফিফা সভাপতির সঙ্গে আসবেন ফিফার ডেপুটি সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস গ্রাফস্টর্ম, চিফ অব কমিউনিকেশন্স অনফ্রে কস্তা, এশিয়া ও ওশেনিয়ার সদস্য সংস্থাগুলোর ব্যবস্থাপক সঞ্জীবন বালাসিংঘম ও ইনফান্তিনোর অফিস ম্যানেজার ফ্রেদেরিকো র্যাভিংলিওন।



বাংলাদেশে কোনো ফিফা সভাপতির চতুর্থ সফর এটি।  এর আগে আশির দশকে হোয়াও হ্যাভেলাঞ্জ প্রথম ফিফা সভাপতি হিসেবে বাংলাদেশে এসেছিলেন। এরপর ২০০৬ ও ২০১২ সালে বাংলাদেশে এসেছিলেন সেপ ব্ল্যাটার


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top