দুর্নীতি বন্ধে অভিযান কন্টিনিউ করতেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত:
২০ অক্টোবর ২০১৯ ০৪:৫৫

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৫৫

দুর্নীতি বন্ধে অভিযান কন্টিনিউ করতেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রভাত ফেরী ডেস্ক: দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনও সেক্টরকে টার্গেট বা আলাদা করে দেখা হচ্ছে না। যেখানেই দুর্নীতি অনিয়ম হচ্ছে, সেখানেই অভিযান চালানো হচ্ছে। কোনও এলাকাকে আলাদা করে দেখা হচ্ছে না। নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্যাসিনো, টেন্ডারবাজিসহ সব ধরনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।



শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) হল রুমে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে কথা বলেন তিনি।



স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই অভিযান কন্টিনিউ (অব্যাহত) করতেই হবে। আমি শুদ্ধি অভিযান বলব না, আমি বলব দুর্নীতির বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে অভিযান। দুর্নীতিবাজ, দখলবাজরা দুর্নীতি, দখলের চিন্তা যতদিন করবে; ততদিন এই অভিযান চলবে।



সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার এগিয়ে চলছেবিষয়ের ওপর এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। তিনি বলেন, যেখানেই অনিয়ম দুর্নীতি হচ্ছে, সেখানেই প্রধানমন্ত্রী সঠিক ব্যবস্থা নিচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্যাসিনো টেন্ডারবাজি বড় বিষয় নয়, যেখানেই অনিয়ম দুর্নীতি হবে সেখানেই অভিযান চলবে। প্রধানমন্ত্রী দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য কতগুলো জিনিসের ওপর জোর দিয়েছেন। তিনি জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমন করেছেন। এই টার্মে এসে তিনি সুশাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। সুশাসনের ভিত্তিতে বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের মাঝে যে স্বপ্নের বাংলাদেশ রয়েছে সেটি বাস্তবায়নের লক্ষে প্রধানমন্ত্রী কাজ করছেন।



মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের নীতি ঘোষণা করেছেন। সেই নীতিতে সরকার রয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযানও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।



নতুন প্রজন্মের কাছে আহ্বান রেখে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তারা যেন ভুল কাজটি না করে। তাহলে কিন্তু তারা হারিয়ে যাবে। আমরা চাই না, আমাদের নতুন প্রজন্ম হারিয়ে যাক।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top