গৃহবধূকে হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ডের আদেশ


প্রকাশিত:
২৩ অক্টোবর ২০১৯ ০৬:০৬

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৩৬

গৃহবধূকে হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ডের আদেশ

প্রভাত ফেরী ডেস্ক: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় আরতী রাণী নামে এক গৃহবধূকে ধর্ষণ হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত দুইজনকে পাঁচ লাখ টাকা এবং পাঁচজনকে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়।



জয়পুরহাটের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক . বি এম মাহমুদুল হক মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।



দণ্ডপ্রাপ্তরা হলেনআক্কেলপুর উপজেলার মারমা গ্রামের সোহেল তালুকদার, দেওড়া সোনারপাড়া গ্রামের আফজাল হোসেন, দেওড়া গুচ্ছগ্রামের রাহিন, দেওড়া সাখিদার পাড়ার ফেরদৌস আলী, দেওড়া সোনারপাড়ার মজিবর রহমান, জগতি গ্রামের রুহুল আমীন দেওড়া গুচ্ছগ্রামের আজিজার রহমান।



মামলার রায় থেকে জানা গেছে, ২০১৬ সালের অক্টোবর রাতে দেওড়া আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা উজ্জ্বল মহন্তের স্ত্রী আরতি রাণীকে বাড়ি থেকে তুলে নিয়ে আসামিরা দলবেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে আরতির মৃত্যু হয়। ঘটনার দুইদিন পর (১০ অক্টোবর) আরতির স্বামী উজ্জ্বল বাদি হয়ে সাতজনকে আসামি করে আক্কেলপুর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।



সরকার পক্ষে মামলা পরিচালনা করেন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আইনজীবী ফিরোজা চৌধুরী। তিনিই গণমাধ্যমকর্মীদের রায়ের বিস্তারিত জানান। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মোস্তাফিজুর রহমান রফিকুল ইসলামসহ আরও পাঁচ আইজীবী।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top