গুজবে বিভ্রান্ত হবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত:
২৭ অক্টোবর ২০১৯ ০৫:৩২
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৩৭

প্রভাত ফেরী ডেস্ক: জনগণ যেন গুজবে বিভ্রান্ত না হয়, সেদিকে লক্ষ্য রেখেই কমিউনিটি পুলিশ সদস্যদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘যেকোনও তথ্য জানার সঙ্গে সঙ্গে তা যাচাই করে দেখুন।’
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০১৯’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ভোলার ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রামুতে দেখেছি, নাসিরনগরে দেখেছি, সম্প্রতি ভোলায় দেখলাম। অন্যান্য জায়গায়ও এর খারাপ দিক দেখেছি। তিনি বলেন, ‘দেশে প্রতিদিনই কোনও না কোনও চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছি। কমিউনিটি পুলিশের সহযোগিতায় পুলিশ দক্ষতার সঙ্গে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছে। এজন্য দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে পেরেছি। আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছি। সেটিও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে।’
‘ফেসবুকের সুফলও আছে, কুফলও আছে। ফেসবুকের প্রভাব আমরা রামুতে দেখেছি, নাসিরনগরেও দেখেছি। অতিসম্প্রতি ভোলাতেও দেখেছি। সেজন্য কমিটি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান যে সব তথ্য মোবাইল ফোনে আসে সেগুলো যেন সাধারণ মানুষ সঙ্গে সঙ্গে বিশ্বাস না করে সেই বিষয়ে কাজ করবেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের আস্থা যেন আপনাদের প্রতি থাকে। জনগণ যেন আপনাদের শ্রদ্ধা ও বিশ্বাস করে সেই জায়গা থেকে কাজ করতে হবে। তবেই বঙ্গবন্ধু যেমন বাংলাদেশ দেখতে চেয়েছিলেন তেমনটাই আমরা করতে পারবো।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী। এছাড়া অতিরিক্ত পুলিশ কমিশনার ও সিটিটিসি প্রধান মো. মনিরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: