৫ কোটি ছাড়িয়েছে বেকার যুবকের সংখ্যা: জিএম কাদের


প্রকাশিত:
২ নভেম্বর ২০১৯ ২৩:৪০

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৩৯

৫ কোটি ছাড়িয়েছে বেকার যুবকের সংখ্যা: জিএম কাদের

প্রভাত ফেরী ডেস্ক: দেশে বেকার যুবকের সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ‘প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে প্রায় ১৭ লাখ। কিন্তু কাজের ক্ষেত্র বাড়ছে না। ফলে হতাশাগ্রস্ত হয়ে যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে।’



তিনি আরো বলেন, যুবকদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বেকার সমস্যা। যুব শ্রেণির মানুষ প্রচুর বেকার। ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন তারা। শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় যুব সংহতি আয়োজিত যুব দিবসের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বেকারের সংখ্যা তুলে ধরে তিনি বলেন, তারা শেষ পর্যন্ত মাদকের অর্থযোগান দেয়ার জন্য নানা ধরনের অসামাজিক এবং অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত হচ্ছে। এর একটা কারণ চাকরির সংস্থান নেই।

 মাদকের টাকা যোগাড় করতে বেকার যুবকরা অনৈতিক, অসামাজিক এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে দাবি করে জিএম কাদের বলেন, ‘সরকারি উদ্যোগে আত্মকর্মসংস্থান মূলক সরকারি বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে কিন্তু তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। তাই দেশের অর্থনীতির ভিত শক্তিশালী করতে যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থান করতে হবে।’



কাদের বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে ঢেলে সাজাতে হবে যেখানে শিক্ষিত হয়ে আমাদের যুবকরা বেকার থাকবে না। দেশে বা বিদেশে নিজে বা যেভাবেই হোক কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সেইভাবেই শিক্ষা ব্যবস্থাও আমাদের তৈরি করতে হবে। আমরা আশাবাদী সামনের দিকে সরকার এই বিষয়গুলোতে দৃষ্টি দেবে।

জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, এস.এম ফয়সল চিশতী, যুব সংহতির সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদাসহ অনেকে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top