নতুন সড়ক আইনে সাতদিন কোন মামলা নয়: ওবায়দুল কাদের


প্রকাশিত:
৩ নভেম্বর ২০১৯ ০১:২১

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৪২

নতুন সড়ক আইনে সাতদিন কোন মামলা নয়: ওবায়দুল কাদের

প্রভাত ফেরী ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সড়কে শৃঙ্খলা ফেরাতে ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করা হয়েছে। তবে এখন সারাদেশ সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। প্রথম সাতদিন এই প্রচারণা চলবে। এই সময় কোনো পরিবহনের বিরুদ্ধে নতুন আইনে মামলা না করার জন্য নির্দেশ দিয়েছি। নতুন আইন পুরোপুরি বাস্তবায়িত হলে দুর্ঘটনা কমে যাওয়াসহ সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।



শনিবার (২ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নে বিআরটিএ’র (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) কার্যক্রম পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।



সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সারাদেশে তৃণমূল পর্যায়ে শুদ্ধি অভিযান চলছে। এরইমধ্যে জেলা ও তৃণমূল পর্যায়ে ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজদের তালিকা তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের আইনের আওতায় আনা হবে।’



এদিকে আইন কার্যকরের বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে সড়ক পরিবহন খাতের দুই বড় সংগঠন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও সড়ক পরিবহন মালিক সমিতি। এ দুই সংগঠনের নিয়ন্ত্রণে চলে সারাদেশের বাস ট্রাক। দুই সংগঠন এখনই এ আইন প্রয়োগ চায় না। তাদের মতামত নিয়ে আইনের সংশোধনের দাবি তুলেছেন ফেডারেশন ও সমিতির শীর্ষ নেতারা।



সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্লাহ বলেন, আইনটি নিয়ে তারা কিছু সংশোধনের প্রস্তাব করেছিলেন। যা গৃহীত হয়। কিন্তু হঠাৎ করে কার্যকরের  পর তারা দেখতে পান কোনো সংশোধন হয়নি। তাছাড়া আইন প্রয়োগের আগে যে বিধি প্রণয়ন করার কথা সে বিধি প্রণয়ন হয়নি।’ এ অবস্থায় আইন প্রয়োগ করা যাবে না বলে মনে করেন খন্দকার এনায়েত উল্লাহ।  

শাজাহান খান বলেন, আমরা বিষয়গুলো সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দৃষ্টিতে আনি। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি করে দেন। কমিটি কয়েক দফা বৈঠক করে আমাদের কয়েকটি প্রস্তাবের যৌক্তিকতার সঙ্গে একমত পোষণ করেন।’



৭৯ বছরের পুরনো মোটরযান অধ্যাদেশ বাতিল করে গত ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হয়েছে। এ আইনে বেপরোয়া গাড়ি চালকের কারণে মৃত্যু হলে ৫ বছর কারাদণ্ড বা অনধিক ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে চালক বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যাকাণ্ড ঘটায়, তাহলে সর্বোচ্চ সাজা হবে ফাঁসি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top