ঢাকায় আসছেন মার্কিন অ্যাসিসট্যান্ট সেক্রেটারি এলিস ওয়েলস


প্রকাশিত:
৪ নভেম্বর ২০১৯ ১১:৩২

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৪৭

ঢাকায় আসছেন মার্কিন অ্যাসিসট্যান্ট সেক্রেটারি এলিস ওয়েলস

প্রভাত ফেরী ডেস্ক: এ সপ্তাহে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস জে ওয়েলস। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গত শুক্রবার তিনি থাইল্যান্ড সফর শুরু করেছেন। সেই সফর শেষে তিনি বাংলাদেশে আসবেন। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো আগামী বুধ ও বৃহস্পতিবার অ্যালিস জে ওয়েলসের বাংলাদেশ সফরের কথা জানিয়েছে।



এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এর আগে গত মাসে ওয়েলসের ঢাকায় আসার কথা ছিল, কিন্তু তা পরিবর্তিত হয়। এর আগে বেশ কয়েকবার ওয়েলস বাংলাদেশ সফর করেছেন। এ সফরেও তার সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা হবে বলে তিনি জানান।

গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে ওয়েলসের বৈঠক হয়।



এ সফরে ওয়েলস রোহিঙ্গা সংকট, ইন্দো-প্যাসিফিক কৌশল, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। ওয়েলস ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্র সচিব এম শহীদুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।



রোহিঙ্গা সংকট ও স্থানীয় সম্প্রদায়ের পরিস্থিতি দেখতে অ্যালিস জে ওয়েলস কক্সবাজারে যাবেন। সেখানেও তিনি যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা কার্যক্রম নিয়ে বাংলাদেশি কর্মকর্তা এবং আন্তর্জাতিক ও বেসরকারি সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top