ধেয়ে আসছে ‘বুলবুল’, উপকূলে আঘাত হানতে পারে শনিবার
প্রকাশিত:
৮ নভেম্বর ২০১৯ ২৩:৫১
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৩৮

প্রভাত ফেরী ডেস্ক: বাংলাদেশের দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। বেড়েছে ঝড়ের বাতাসের গতিবেগ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) যেখানে ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ৬২ কিলোমিটার, এখন তা বেড়ে ৯০ থেকে ১০০ কিলোমিটার। এই গতি অব্যাহত থাকলে শনিবার (৯ নভেম্বর) খুলনা উপকূল দিয়ে ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশে প্রবেশের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।
অধিদফতর বলেছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি শনিবার মধ্যরাতের দিকে বাংলাদেশের খুলনা-বরিশাল অঞ্চলের ওপর আঘাত হানতে পারে।
এদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাবে বিক্ষুব্ধ রয়েছে সাগর। এ কারণে দেশের তিনটি সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে।
এ বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘আগামীকাল শনিবার সকাল কিংবা দুপুরের দিকে ঘুর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। প্রতিনিয়ত এর গতি বাড়ছে, আর এটার গতি বাড়তেই থাকবে।’
বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ শুক্রবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৬৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর ও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, এটি সিডরের থেকে শক্তিশালী হওয়ার সম্ভাবনা কম। তারপরও এর চরিত্র বিশ্লেষণ করে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। উপকূলে প্রবেশ করতে করতে এটি আরও শক্তি সঞ্চয় করবে বলে মনে হচ্ছে।
তবে পশ্চিমবঙ্গের আবহাওয়া বিভাগ জানাচ্ছে, গতিপথ পরিবর্তন করে স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বুলবুল। রোববার দুপুরের আগেই পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মাঝে স্থলভাগের প্রবেশ করবে ঘূর্ণিঝড় বুলবুল। এর আগে আজই শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে বুলবুল। এছাড়া আজ শুক্রবার থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর বৃষ্টি শুরু হবে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: