ঘূর্ণিঝড় বুলবুলে লন্ডভন্ড দেশের উপকূলীয় অঞ্চল, নিহত ৩
প্রকাশিত:
১০ নভেম্বর ২০১৯ ২৩:২৯
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৪২

প্রভাত ফেরী ডেস্ক: প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে দেশের উপকূলীয় অঞ্চল। রোববার ভোররাত থেকে সাতক্ষীরাসহ দেশের উপকূলীয় এলাকায় শুরু হয় ঝড়ো হাওয়া। ঝড়ে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। কাচা ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। রাস্তাঘাটে গাছপালা উপড়ে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেকের মাছের ঘের ভেসে গেছে। এখনো উপকূলে চলছে বুলবুলের তাণ্ডব।
এদিকে, প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে খুলনা ও পটুয়াখালীতে তিন জন নিহত হয়েছেন। এছাড়া খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, মোংলা, লাক্ষ্মীপুর, নোয়াখালীতে ঘর-বাড়ি বিধ্বস্ত, গাছাপালা উপড়ে পড়েছে এবং কোথাও কোথাও বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে বলে জানা গেছে।
বুলবুলে খুলনায় নিহত ২
খুলনার দাকোপ ও দিঘিলিয়া উপজেলায় মারা গিয়েছে ২ জন। নিজ বাড়িতে গাছ চাপা পড়ে প্রমিলা মন্ডল (৫২) নামে এক নারী নিহত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। দাকোপ উপজেলা পরিষদের বুলবুল কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুল কাদের এ তথ্য জানিয়েছেন।
এদিকে, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ভেঙে পড়া গাছের ডালপালা সরাতে গিয়ে তা চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে খুলনায় দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকায় এ ঘটনা ঘটে। তার নাম আলমগীর হোসেন (৩০)। তিনি কাটানী পাড়া ৯ নং ওয়ার্ডের বাসিন্দা শফি মিস্ত্রির ছেলে।
লন্ডভন্ড পটুয়াখালী উপকূল, নিহত ১
ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে পটুয়াখালী উপকূল। রোববার ভোররাতে ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়েছে। কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। মির্জাগঞ্জ উপজেলায় গাছ ভেঙে ঘরচাপায় হামেদ ফিকির (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুললে প্রভাবে গতকাল শনিবার রাত থেকে জেলায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। নিহত হামেদ ফিকির মির্জাগঞ্জ উপজেলার উত্তর রামপুর এলাকার মৃত ইয়াসিন ফকিরের ছেলে।
মির্জাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত ইসলাম জানান, উত্তর রামপুর এলাকায় ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে গাছ ভেঙে ঘরচাপায় হামেদ ফিকির (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: