৩ শর্ত মানলে ক্লাস-পরীক্ষায় ফিরবে বুয়েট শিক্ষার্থীরা


প্রকাশিত:
১৫ নভেম্বর ২০১৯ ২১:১১

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৪২

৩ শর্ত মানলে ক্লাস-পরীক্ষায় ফিরবে বুয়েট শিক্ষার্থীরা

প্রভাত ফেরী ডেস্ক: শর্ত সাপেক্ষে ক্লাস পরীক্ষায় ফিরতে রাজি বুয়েটের শিক্ষার্থীরা। তবে সে ক্ষেত্রে তিনটি শর্ত দিয়েছেন তারা।



বৃহস্পতিবার বিকেলে বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী অনিরুদ্ধ গাঙ্গুলি। শিক্ষার্থীদের পক্ষ থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।



অনিরুদ্ধ বলেন, গত ২ নভেম্বর প্রশাসনের সঙ্গে আলোচনায় পরবর্তী এক সপ্তাহের মধ্যে দু’টি দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। কিন্তু দুই সপ্তাহের মধ্যেও দাবিগুলো বাস্তবায়নে প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।



আবরার ফাহাদ হত্যার ঘটনায় ২৫ জনকে আসামি করে বুধবার আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। ২৫ আসামির মধ্যে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।



৩ শর্ত হলো



১. আবরার হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের অভিযোগপত্রের ভিত্তিতে অভিযুক্তদের বুয়েট থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা।



২. আহসানউল্লাহ, তিতুমীর ও সোহরাওয়ার্দী হলের আগের র‌্যাগের ঘটনায় অভিযুক্তদের অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি দেওয়া।



৩. সাংগঠনিক ছাত্ররাজনীতি ও র‌্যাগের জন্য সুস্পষ্টভাবে বিভিন্ন ধাপে ভাগ করে শাস্তির নীতিমালা করে বুয়েটের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট থেকে অনুমোদন করে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্সে তা অন্তর্ভুক্ত করা।



‘প্রথম এবং দ্বিতীয় দফার সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ে টার্ম ফাইনাল পরীক্ষা নেয়ার পরিবেশ তৈরি হয়েছে বলে আমরা মনে করব। পরীক্ষা শুরুর সাতদিন আগে তৃতীয় দফা মেনে নিলে আমরা পরীক্ষায় অংশ নেব।”



বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান জানান, ইতোমধ্যে চার্জশিট আদালতে জমা দিয়েছে। তাদের কাছে চার্জশিটের একটি কপি দেয়া হবে। সেটি পেলে বুয়েটের গঠিত তদন্ত কমিটির কাছে দেয়া হবে। তার ভিত্তিতে যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের স্থায়ীভাবে বুয়েট থেকে বহিষ্কার করা হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top