অস্থিরতা কাটেনি পেঁয়াজ বাজারের, কেজি ২৬০ টাকা


প্রকাশিত:
১৭ নভেম্বর ২০১৯ ০০:৫২

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৩৪

অস্থিরতা কাটেনি পেঁয়াজ বাজারের, কেজি ২৬০ টাকা

প্রভাত ফেরী ডেস্ক: চরম বিশৃঙ্খলা বিরাজ করছে পেঁয়াজের খুচরা বাজারে। তদারকি না থাকায় দিনের আলো ফুটতেই যে যেভাবে পারছে দাম বাড়িয়ে ভোক্তার পকেট কাটছে। দামের অপ্রতিরোধ্য যাত্রায় খুচরা বাজারে আজ শনিবারও বেড়েছে পেঁয়াজের দাম। আজ প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৭০ টাকায়। যা একদিন আগে ছিল ২৫০ টাকা।



বাজার বা দোকানের অনেক খুচরা বিক্রেতা দু’তিন দিন আগে পেঁয়াজ কিনলেও সকালে বাজার দেখে দাম বাড়িয়ে দিচ্ছেন। অন্যদিকে ক্রমাগত দামের ঊর্ধ্বগতিতে পেঁয়াজ কেনা ও ভোগের পরিমাণও কমিয়ে দিয়েছে ভোক্তারা। রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।



পাইকারি বাজারে দেশি পেঁয়াজ ২২০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। একই পেঁয়াজ খুচরা বাজারে ২৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। মিয়ানমার ও মিশরের পেঁয়াজও ১৯০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীর কারওয়ানবাজার, শ্যামবাজারসহ বেশকয়েকটি খুচরা বাজারে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।



শ্যামবাজার বণিক সমিতির সহ সভাপতি হাজী মো. মাজেদ বলেন, বাজারে দেশি পেঁয়াজ এখন ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। মিয়ানমার ও মিশরের পেঁয়াজ ১৮০ থেকে ১৯০ টাকায়। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, শ্যামবাজার এখন পেঁয়াজশূন্য। বাজারে পেঁয়াজ নেই। হঠাৎ পেঁয়াজের বাজার এমন আকাশচুম্বি হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, বাজারে পেঁয়াজ নেই। বিক্রেতারা পেঁয়াজ কিনে আনছে না।



বিমানে করে  পেঁয়াজের চালান আসছে মঙ্গলবার



মিশর থেকে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান ঢাকায় পৌঁছবে আগামী মঙ্গলবার (১৯ নভেম্বর)। এস আলম গ্রুপের আমদানি করা এই পেঁয়াজ বাংলাদেশে আসবে কার্গো বিমানে করে।



বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বকশি এই তথ্য নিশ্চিত করেছেন।



আব্দুল লতিফ বকশি জানান, এস আলম গ্রুপ বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি করছে, এটি তাদের প্রথম চালান। পর্যায়ক্রমে অন্য আমদানিকারকদের আমদানি করা পেঁয়াজও কার্গো বিমান যোগে ঢাকায় পৌঁছবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top