লবণের দাম বৃদ্ধির গুজব: সারাদেশে আটক ১৩৩ জন
প্রকাশিত:
২০ নভেম্বর ২০১৯ ২১:৫৫
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৩০
প্রভাত ফেরী ডেস্ক: লবণের দাম বৃদ্ধির গুজবে পেঁয়াজের মতো সারাদেশে মানুষের মধ্যে আতঙ্ক শুরু হয়েছে। এতে মঙ্গলবার দামও বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করে এই গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।
গুজব ছড়িয়ে অতিরিক্ত দামে লবণ বিক্রির অভিযোগে সারাদেশে এ পর্যন্ত ১৩৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত তাদের আটক করে পুলিশ। একই সঙ্গে শতাধিক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
গুজব ছড়িয়ে অতিরিক্ত দরে লবণ বিক্রির অভিযোগে কুমিল্লার বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪০ ব্যবসায়ীকে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) কুমিল্লার রাজগঞ্জ, চকবাজার, রাণীরবাজার, নিউমার্কেট এবং নগরীর বিভিন্ন মুদি দোকানসহ জেলার ১৭টি উপজেলায় একযোগে অভিযান চালানো হয়। ৪০টি দোকানে অভিযান চালিয়ে ৪০টি মামলা ও আট লাখ টাকা জরিমানা করা হয়।
গাইবান্ধায় ২৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলা থেকে তাদের আটক করা হয়। পাশাপাশি অনেক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। লবণের বাজার নিয়ন্ত্রণে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজারে অভিযান চালিয়ে পাঁচজন ব্যবসায়ী ও দুই ক্রেতাকে আটক করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ, বালুয়া ও বাগদা বাজার থেকে ১৭ জনকে আটক করে পুলিশ। পুলিশের ভয়ে লবণের বাজার স্বাভাবিক হয়ে গেছে।
গুজব ছড়িয়ে অধিক দামে লবণ বিক্রির অভিযোগে মুন্সিগঞ্জ বাজার থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ১৩ জন ব্যবসায়ী ও একজন ক্রেতা রয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ১৭ বস্তা লবণ জব্দ করা হয়েছে। প্রতি বস্তায় রয়েছে ২৫ প্যাকেট লবণ। পাশাপাশি অতিরিক্ত দামে লবণ বিক্রি করায় বিকেলে সদর উপজেলার মুক্তারপুর এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই দোকানিকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হ্যাপি দাস।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: