সারাদেশে চলছে পরিবহন শ্রমিকদের ধর্মঘট,  দুর্ভোগে সাধারণ মানুষ


প্রকাশিত:
২০ নভেম্বর ২০১৯ ২২:০৬

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৪৯

সারাদেশে চলছে পরিবহন শ্রমিকদের ধর্মঘট,  দুর্ভোগে সাধারণ মানুষ

প্রভাত ফেরী ডেস্ক: নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে সারাদেশে পরিবহন শ্রমিকদের ধর্মঘট চলছে। বুধবার (২০ নভেম্বর) সকাল সোয়া ৬টা থেকে পরিবহন শ্রমিকরা গাড়ী বন্ধ করে রাস্তায় অবস্থান নেয়



নারায়ণগঞ্জের সাইনবোর্ডে নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন পরিবহন শ্রমিকরা। ধর্মঘটে বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটের সকল যান চলাচল। এর ফলে এসব রুটে চলাচলকারী সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। 



পরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে চলাচলরত গাড়ি আটকে দেয়। সেই সঙ্গে গাড়িগুলো থেকে যাত্রী ও চালকদের নামিয়ে গাড়ির চাবি নিয়ে নেয় তারা। এরপর মহাসড়কের দুই পাশে গাড়িগুলোকে এলোমেলো করে রেখে রাস্তা অবরোধ করে রাখা হয়। সকাল থেকে শুরু হওয়া শ্রমিকদের এ ধর্মঘট এখনও চলছে।



এদিকে, ঢাকা মহানগরীতে গণপরিবহন চলাচলে ট্রাক শ্রমিকরা বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বাস মালিক সমিতি। সমিতির অভিযোগ, বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে ঢাকা থেকে গাজীপুর ও নারায়ণগঞ্জে উদ্দেশে ছেড়ে যাওয়া এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা গণপরিবহনগুলোকে চলাচলে বাধা দিচ্ছিল আন্দোলনকারী ট্রাক শ্রমিকরা। তবে কোথাও কোথাও পুলিশের সহযোগিতায় বাস চলাচল করলেও বাসের চালক ও সহকারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top