বিমানযোগে  ৮২ টন পেঁয়াজ এলো পাকিস্তান থেকে 


প্রকাশিত:
২১ নভেম্বর ২০১৯ ২২:৫১

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৩১

বিমানযোগে  ৮২ টন পেঁয়াজ এলো পাকিস্তান থেকে 

প্রভাত ফেরী ডেস্ক: ৮২ টন পেঁয়াজ নিয়ে পাকিস্তানের করাচি থেকে ঢাকায় এসেছে সিল্কওয়ে এয়ারলাইনসের একটি উড়োজাহাজ।  বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কার্গো বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন সাংবাদিকদের নিশ্চিত করেছেন।  চালানটি বিমানবন্দরে  পৌঁছলে দ্রুত খালাসের কাজ শুরু করে কাস্টমসহ অন্য সংস্থাগুলো।



এদিকে আকাশপথে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে প্রযোজ্য চার্জ জনস্বার্থে মওকুফ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।



বিজ্ঞপ্তিতে বলা হয়, আকাশপথে যেকোনো পচনশীল দ্রব্য পরিবহনের ক্ষেত্রে প্রতি কেজিতে ১৮ টাকা চার্জ দিতে হয়। বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পেঁয়াজের দাম স্থিতিশীল রাখার স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করে।



শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক রতন কুমার সরকার বলেন, পাকিস্তান থেকে পেঁয়াজের একটি চালান এসেছে। দ্রুত খালাসের জন্য তারা যথাযথ ব্যবস্থা নিয়েছেন বলে জানান তিনি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top