রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে বান কি মুনের আহ্বান


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০১৯ ০১:০৩

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৪৪

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে বান কি মুনের আহ্বান

প্রভাত ফেরী ডেস্ক: বাংলাদেশের একার পক্ষে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকটের রাজনৈতিকভাবে সমাধান প্রয়োজন।



রোহিঙ্গাদের দুর্দশরার চিত্র তুলে ধরে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বলেছেন, ‘কয়েকদিন আগে আমি রোহিঙ্গাদের অবস্থা দেখতে কক্সবাজারে গিয়েছিলাম। বিষয়টি আমাকে নাড়া দিয়েছে, আমি দুঃখ পেয়েছি। আমি ভেবে পাচ্ছি না যে, ১২ লাখ মানুষ এত কম জায়গায় কি করে বাস করছেন। তাদের অবশ্যই নিজ ভূমিতে ফিরে যেতে হবে।



আজ শনিবার রাজধানীর হোটেল রেডিসনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন বান কি মুন। বৈঠক শেষে বান কি মুন সাংবাদিকদের এ কথা বলেন



গণমাধ্যমকর্মীদের বান কি মুন বলেন, রোহিঙ্গা ইস্যু বিশ্বের জন্য খুবই মর্মান্তিক এবং দুঃখজনক একটি ঘটনা। আমি যখন জাতিসংঘের মহাসচিব ছিলাম এবং আমার দায়িত্ব শেষে সবসময়ই আমি এই সঙ্কটের সমাধান চেয়েছি। বিষয়ে বিশ্ব নেতাদের সহায়তা চেয়েছি এবং এখনো চাচ্ছি। একইসঙ্গে আমি মিয়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিবেদন জানাচ্ছি ইতিবাচক পরিবেশ সৃষ্টি করুন যাতে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে সাহস পায়। কেননা এই সঙ্কটের সমাধান মিয়ানমারের কাছেই। মিয়ানমারকে এই সঙ্কটের সমাধান করতে হবে। বাংলাদেশ বিশাল জনগোষ্ঠীর রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মহান মানবতার উদারতার পরিচয় দিয়েছে।



পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের সঙ্গে খুবই স্বল্প সময়ের বৈঠক হয়েছে জানিয়ে বান কি মুন বলেন, বৈঠকে আমরা নিজেদের স্বার্থসংশ্লিষ্ট কিছু বিষয় আলোচনা করেছি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কীভাবে মোকাবেলা করছে, আমরা সে বিষয়ে আলোচনা করেছি।



তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশ বিশ্বে অনুকরণীয়। তরুণ জনগোষ্ঠী এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বাংলাদেশে কীভাবে কাজ করছে, আমরা বৈঠকে তা জেনেছি।



গতকাল শুক্রবার ঢাকায় আসেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। শনিবার (২৩ নভেম্বর) আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top