আবারো বাড়লো পেঁয়াজের দাম, সোমবার আসছে দ্বিতীয় চালান
প্রকাশিত:
২৪ নভেম্বর ২০১৯ ০৪:১১
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৪০

প্রভাত ফেরী ডেস্ক: রাজধানীর পাইকারি বাজারে পেঁয়াজের মূল্য গত এক সপ্তাহে সামান্য কমলেও শনিবার (২৩ নভেম্বর) থেকে ফের বাড়তে শুরু করেছে। এদিন প্রতিকেজি পেঁয়াজের মূল্য পাইকারি পর্যায়ে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। রাজধানীর কাওরানবাজার, শ্যামবাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
এর আগে হু হু করে বেড়ে পেঁয়াজের দাম পৌঁছায় ২৫০ টাকায়। এরপর গত সপ্তাহে পেঁয়াজের দাম কমে দুইশ টাকার নিচে আসে। অস্বাভাবিক বাড়ার পর ধারাবাহিকভাবে কমে ভালো মানের দেশি পেঁয়াজ ১৬০ এবং নিম্ন মানের পেঁয়াজ ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়।
তবে, শনিবার থেকে আবার মূল্য বেড়েছে দেশি ও আমদানি করা সব ধরনের পেঁয়াজের। এতে খুচরা বাজার আবার উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাইকারি পর্যায়ে মানভেদে প্রতিকেজি দেশি শুকনো পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা দরে, যা গতকাল বা তার আগে বিক্রি হয়েছে ১৫০ বা ১৬০ টাকা কেজি দরে। শনিবার পাইকারি বাজারে মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকা দরে, যা এর আগে বিক্রি হয়েছে ১২০ টাকা কেজি দরে। শনিবার তুরস্ক বা মিসরের পেঁয়াজ বিক্রি হয়েছে ১২০ টাকা কেজি দরে, যা আগে বিক্রি হয়েছে ১০০ টাকা কেজি দরে।
হাজীপাড়ার ব্যবসায়ী মিলন বলেন, গত বৃহস্পতিবার যে পেঁয়াজ ১৬০-১৭০ টাকা কেজিতে বিক্রি করেছি, আজ তা ২২০ টাকায় বিক্রি করতে হচ্ছে। গত দুই দিনে সব ধরনের পেঁয়াজের দাম কেজিতে ৪০ টাকার বেশি বেড়েছে। এরমধ্যে শুক্রবার কেজিতে বাড়ে ২০ এবং আজ বেড়েছে আরও ২০ টাকা।
এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, ট্রেডিং করপোরেশেন অব বাংলাদেশ (টিসিবি)-এর উদ্যোগে ৩৫টি ট্রাকের মাধ্যমে পেঁয়াজ বিক্রির কার্যক্রম বাড়িয়ে ৫০টি ট্রাক করা হলেও শুক্রবার সাপ্তাহিক ছুটির পর শনিবারও সে কার্যক্রম চালু করা যায়নি। শনিবারও ৩৫টি টাকেই পেঁয়াজ বিক্রি কার্যক্রম চলেছে বলে জানিয়েছেন টিসিবির চেয়ারম্যানের একান্ত সচিব হুমায়ুন কবির। ট্রাকের অভাবে শনিবার এটি করা না গেলেও তিনি বলেন, ‘রবিবার থেকে রাজধানীতে ৫০টি ট্রাকেই পেঁয়াজ বিক্রি কার্যক্রম চলবে।’
তুরস্ক থেকে আসছে পেঁয়াজের দ্বিতীয় চালান
তুরস্ক থেকে আকাশপথে পেঁয়াজের দ্বিতীয় চালান আসছে আগামীকাল। পেঁয়াজের চলমান সংকট মোকাবিলায় তুরস্ক থেকে সমুদ্র ও আকাশপথে ২ হাজার ৫২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছে সিটি গ্রুপ।
এর মধ্যে শুক্রবার (২২ নভেম্বর) তার্কিস এয়ার লাইন্সযোগে সিটি গ্রুপের পেঁয়াজের প্রথম চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে তা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর কাছে হস্তান্তর করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ সকল তথ্য জানা যায়।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: